মৃত্যুশয্যায় কবি ভারভারা রাও, জানালেন তাঁর আইনজীবী

গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেলেগু কবি ভারভারা রাও। কিছুদিন পরেই ১৬ জুলাই খবর পাওয়া গিয়েছিল করোনা সংক্রমণের। তবে ক্রমশ শারীরিক অবনতি হতে হতেই প্রায় মৃত্যুশয্যায় তিনি। এবার এই আবেদন নিয়েই আদালতের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী।

এলগার পরিষদ মামলার জেরে ২০১৮ গ্রেপ্তার হয়েছিলেন কবি ভারভারা রাও। বন্দি ছিলেন তালোজা জেলে। কিন্তু গত বাইশ মাস ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ক্রমশ। অভিযোগ উঠেছিল উপযুক্ত চিকিৎসার গাফিলতি ছিল প্রশাসনের। সেই সমস্যা আরও বাড়ে গত দু’এক মাসে। একাধিকবার তাঁর পরিবার জামিনের আবেদন করলেও লাভ হয়নি কোনো। শারীরিক অবস্থা সঙ্গীন হওয়ায় তাঁকে ১৩ জুলাই ভর্তি করা হয়েছিল জেজে হাসপাতালে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁকে হাসপাতালেও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রাখা হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা শুইয়ে রাখা হয়েছে প্রস্রাবে ভিজে যাওয়া বিছানায়। চাদর বদলাতে গেলে বাধা দেওয়া হয়েছে তাঁর ভাইপোকেও। ছিল না উপযুক্ত মেডিক্যাল স্টাফও। বেশ কিছু শারীরিক পরীক্ষার পর দেখা গিয়েছিল নিউরো-সমস্যার পাশাপাশিই তিনি আক্রান্ত কোভিডে। 

নিউরো-চিকিৎসার জন্যই তাঁকে গত ১৬ তারিখ নানাবতী হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাঁর মূত্রনালিতেও সংক্রমণ হয়েছিল বলে জানা যায় তাঁর পরিবারের পক্ষ থেকে। কিন্তু করোনার রিপোর্ট ছাড়া তাঁর শারীরিক অবস্থার অন্য কোনো তথ্যই তাঁর পরিবারের কাছে প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন।

সম্প্রতি মুম্বাই হাইকোর্টের কাছে তাঁর আইনজীবী সুদীপ পাশবোলা দ্বারস্থ হয়েছিলেন। তিনি দাবি করেছেন, অশীতিপর কবির শারীরিক অবস্থা এতটাই খারাপ, তিনি মৃত্যুশয্যায়। এই শেষ সময়ে অন্তত তাঁকে জামিন দেওয়া হোক পরিবারের পরিচর্যা পাওয়ার জন্য। সোমবার সকালে মুম্বাই হাইকোর্ট রায় দেয়। এনআইএ এবং মহারাষ্ট্র সরকারকে আদেশ দেওয়া হয় ভারভারা রাওয়ের শারীরিক অবস্থার সমস্ত তথ্যই গোপন না করে তাঁর পরিবারকে জানাতে। পাশাপাশিই তাঁর পরিবারকে অনুমতি দেওয়া হয় দূরত্ব মেনে দেখা করার জন্যেও।

পাসবোলা জানিয়েছেন, জে জে হাসপাতালে থাকার সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন কবি ভারভারা রাও। চোট লেগেছিল মাথায়। অসংলগ্ন কথাবার্তা, ডেলেরিয়াম এবং হ্যালুসিনেশনের মত উপসর্গও দেখা দিয়েছে তাঁর মধ্যে। পাশবোলার এই আবেদন অস্বীকার করতে পারেনি এনআইএ-র আধিকারিকরাও। তবে ভারভারা রাওয়ের বর্তমান শারীরিক অবস্থার পুরো তথ্যই অধরা। পাসবোলার দাবি এবং সেই দাবিতে প্রশাসনের স্বীকৃতিই এখন মুক্তচিন্তকের শারীরিক অবস্থার বিষয়ে চিন্তিত করে তুলছে অনেককে...

Powered by Froala Editor

আরও পড়ুন
মিউজিক ভিডিও তৈরির ‘অপরাধে’ গ্রেপ্তার, কারাগারেই মারা গেলেন শাদি হাবাস