নাগরিকত্ব বিলের প্রতিবাদ, সাহিত্য অকাদেমি পুরস্কার ফেরাচ্ছেন লেখিকা

সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের সমর্থনে যেমন আওয়াজ উঠেছে, তেমনই উত্তাল হয়েছে গোটা দেশ। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, নামছে আধা সেনা। এই পরিস্থিতিতে কেবল সাধারণ মানুষরাই নন, প্রতিবাদ করছেন বিশিষ্টজনরাও। আর তারই অংশ হিসেবে নিজের সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিতে চলেছেন উর্দু সাহিত্যিক ও সাংবাদিক শিরিন দালভি।

নাগরিকত্ব নিয়ে, এনআরসি নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কেন ভারতের মতো দেশের নাগরিকত্ব বিচার করা হবে, উঠছে সেই প্রশ্ন। আর এই প্রশ্নই তুলেছেন শিরিন দালভি। তাঁর মতে, এই বিল ভারতের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। ভারতের সংবিধানের পক্ষে আরও ক্ষতিকর। এই বিলকে ‘বিভেদকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি। আর এর জন্যই তিনি তাঁর স্টেট সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১১ সালে সাহিত্যে অবদানের জন্য শিরিন দালভে-কে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল।  

অন্যদিকে, উর্দু লেখক ও অনুবাদক ইয়াকুব ইয়াওয়ারও তাঁর উত্তরপ্রদেশ স্টেট উর্দু আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। গত পরশু সিনিয়র আইপিএস অফিসার আবদুর রহমান পদত্যাগ করেছেন। প্রত্যেকেরই বক্তব্য এক - নাগরিকত্ব বিল সংবিধান বিরোধী ও দেশের ধর্মীয় ভেদকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে, আসাম-ত্রিপুরা সহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে চলছে লাগাতার প্রতিবাদ।

কেন্দ্র কি সত্যিই ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের কথা ভাবছে?