হ্রদের জলের মধ্যে ‘ট্রি অফ লাইফ’, সন্ধান দিলেন অস্ট্রেলিয়ার চিত্রগ্রাহক

ঠিক যেন শিল্পীর তুলির টানে আঁকা একটি ছবি। হঠাৎ একঝলক দেখলে তেমনটাই মনে হয়। কিন্তু পাতাহীন এই গাছের আশেপাশে তাকালেই চোখে পড়বে কিছুদূরে যেন একটা আস্ত অরণ্যের উপস্থিতি। তখন আর বুঝতে অসুবিধা হয় না, এই ছবি তোলা হয়েছে আকাশের বুক থেকে। মাটির অনেকটা উপর থেকে। কিন্তু প্রকৃতির মধ্যে এমন একটা ছবি আঁকল কে? সামাজিক মাধ্যমে এই প্রশ্নটাই ছড়িয়ে পড়েছে।

আসলে ছবিটা তুলেছেন অস্ট্রেলিয়ার নিউ-সাউথওয়েলসের একজন ফটগ্রাফার। তাঁর নাম ডেরি মরোনি। বিগত তিন বছর ধরে প্রকৃতির নানা রূপ ক্যামেরাবন্দি করে চলেছেন তিনি। আর এর মধ্যেই হঠাৎ মনে হল, আকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় তাও ক্যামেরাবন্দি করবেন। নিজস্ব ড্রোন নিয়ে চললেন কাকোরা লেকের দিকে। আর সেখানেই ধরা পড়ল এই অদ্ভুত দৃশ্য। হ্রদের জলের মধ্যে তৈরি হয়েছে অসংখ্য শিরা-উপশিরার মতো কাঠামো। ঠিক যেন আস্ত একটা গাছ।

মরোনি অবশ্য জানিয়েছেন, ছবিটা আসলে সম্পূর্ণ নীল ছিল। কিন্তু দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে রং কিছুটা বদলে দিয়েছেন তিনি। আর এর পরেই দেখে মনে হয় ঠিক একটি পাতাবিহীন চা গাছ। মরোনির ভাষায়, ‘জীবনবৃক্ষ’ বা ‘ট্রি অফ লাইফ’। সামাজিক মাধ্যমে ছবিটা ভাইরাল হয়ে উঠতে সময় লেগেছে মাত্র কয়েক ঘণ্টা। হয়তো আমাদের আশেপাশে চোখ রাখলে এমন অনেক দৃশ্যই ধরা পড়বে। শুধু তা খুঁজে দেখার মতো চোখ নেই আমাদের।

Powered by Froala Editor