ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়ি তৈরি করেন এই ব্যক্তি

আবর্জনা মানেই ফেলে দেওয়া নয়। তাকে পুনরায় ব্যবহার করেও যে বিজ্ঞানের কাজে লাগানো যায় তার এক নতুন নিদর্শন রাখলেন গোয়ার ডিন ডি’ক্রুজ। মুম্বইয়ের জেজে কলেজ অফ আর্কিটেকচার থেকে স্নাতক হন তিনি। প্রায় ৩৫ বছর আগে তাঁর স্বদেশ গোয়াতে এসেছিলেন, এবং তারপর এখানেই থেকে যান। আর, পরিবেশ রক্ষার জন্য নতুন একটি পরিকল্পনা শুরু করেন তিনি।

বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প বাজেটে বর্জ্যপদার্থ ব্যবহারের মাধ্যমে বাড়ি তৈরি করার নতুন উপায়ের উদ্ভাবক ডিন। তাঁর ব্যবহৃত জিনিসপত্রের তালিকায় থাকে - পড়ে যাওয়া গাছের কাঠ, ফাটলযুক্ত টাইলস, ভাঙা পাথরের স্ল্যাব ইত্যাদি নানান কিছু।

২০০১ সালে তিনি মোজাইক নামে একটি আর্কিটেকচার ফার্মের সহ-প্রতিষ্ঠা করেছিলেন, যা টেকসই আবাসন বানাতে সাহায্য করত। পরবর্তীতে বহু মানুষ তার এই বর্জ্য থেকে বাড়ি তৈরির উদ্যোগকে সমর্থন করেছেন, এমনকি নিজেদের বাড়ি তৈরিতে তাঁর উপদেশ‌ নিয়ে উপকৃতও হয়েছেন অনেকেই। ভারতজুড়ে ৩৫০টিরও বেশি প্রকল্পে কাজ করেছেন ডিন। এগুলির মধ্যে ৩০০টি বাড়ি গোয়ায় অবস্থিত। এছাড়াও, সারা দেশের ৪০টি হোটেলও তাঁর উদ্ভাবিত পদ্ধতিতেই তৈরি।