শপথ নেওয়ার অব্যবহিত পরেই পদত্যাগ সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর

প্রায় ১০০ বছর আগে ভোটাধিকার পেয়েছিলেন সুইডেনের মহিলারা। ইউরোপের অনেক দেশের থেকেই এই বিষয়ে এগিয়ে ছিল সুইডেন। তবে এই ১০০ বছরে কোনো মহিলা প্রধানমন্ত্রী পায়নি সুইডেন। অবশেষে বৃহস্পতিবার সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন ম্যাগডালেনা আন্ডারসন (Magdalena Andersson)। কিন্তু শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি। ম্যাগডেলানের পেশ করা বাজেট সংক্রান্ত জটিলতার কারণে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে গ্রিন পার্টি। ম্যাগডেলান কি আবার প্রধানমন্ত্রিত্বের ক্ষমতায় আসবেন? সুইডেনের (Sweden) রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড়ো খবর।

গত নির্বাচনে সুইডেনের কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত জোট সরকারের দিকেই এগোয় মন্ত্রিসভার সমীকরণ। অবশ্য সুইডেনের রাইখস্ট্যাগে এমন ঘটনা নতুন নয়। তবে মহিলা প্রধানমন্ত্রী নিঃসন্দেহে নতুন। স্যোসাল ডেমোক্র্যাট পার্টি এবং গ্রিন পার্টির সহযোগিতা নিয়েই ক্ষমতায় আসেন তিনি। এই জোটের পিছনে অন্যতম কারণ ছিল বাজেট সংক্রান্ত বোঝাপড়া। স্যোসাল ডেমোক্র্যাট এবং গ্রিন পার্টির দীর্ঘদিনের দাবি ছিল পেনশন সংস্কার। অ্যান্ডারশন এই প্রসঙ্গে একমত হন। তবে জোট শরিকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি বিরোধীদের থেকেও বাজেট সংক্রান্ত পরামর্শ নিয়েছেন অ্যান্ডারসন।

অতি দক্ষিণপন্থী এবং শরণার্থী বিরোধী শিবিরের সঙ্গে আলোচনার অভিযোগ এনে সরকারে অনাস্থা জানায় গ্রিন পার্টি। যদিও স্যোসাল ডেমোক্র্যাটদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় থেকে যেতে পারতেন অ্যান্ডারসন। কিন্তু রাজনৈতিক সৌজন্যের কারণেই তিনি পদত্যাগ করেছেন, এমনটাই জানিয়েছে সুইডেনের মন্ত্রিসভা। তবে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুণরায় নির্বাচন হলে অ্যান্ডারসনকে সমর্থন জানাতে প্রস্তুত গ্রিন পার্টি। তবে সেখানে তাঁকে এই একটি বিষয় পরিষ্কার করতে হবে, ভবিষ্যতে দক্ষিণপন্থী কোনো দলের সঙ্গে বোঝাপড়ার নিরিখে সরকারের নীতি তৈরি করবেন না। অন্যদিকে নর্ডিক অঞ্চলে এখনও পর্যন্ত একমাত্র সুইডেনেই কোনো মহিলা প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেননি। তাই দেশের প্রগতিশীল ভাবমূর্তি বজায় রাখতে ম্যাগডালেনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান সবাই। আপাতত আগামী আস্থাভোট পর্যন্ত তাই সুইডেনের রাজনৈতিক সমীকরণ কোনদিকে যায়, সেটাই দেখার।

Powered by Froala Editor

আরও পড়ুন
মারণ এইডস থেকে মুক্তি, আশা জাগাচ্ছেন আর্জেন্টাইন মহিলা

More From Author See More