পূরণ হয়নি নিজের স্বপ্ন, আজ বহু মহিলার অনুপ্রেরণা সেই বঙ্গতনয়াই

জীবনে বারবার এসেছে প্রতিবন্ধকতা। নিজের স্বপ্ন পূরণ করতে বারবার বাধা পেয়েছেন বঙ্গতনয়া তবে আজ আজ মতো আরও অনেক মহিলাকে স্বপ্ন দেখতে শেখাচ্ছেন তিনি। সেইসঙ্গে নিজের মেয়েকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতেও শুরু করেছেন ২৮ বছরের পূজা বিশ্বাস (Pooja Biswas)। নিজে একসময় খেলোয়াড় হতে চেয়েছিলেন। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় সেই স্বপ্ন হারাতে হয়েছে। তবুও লড়াই ছাড়েননি পূজা। তিনি নিজে এখন পেশাদার ফিটনেস ইনস্ট্রাকটার (Fitness Instructor)। সেইসঙ্গে নিজের ৭ বছরের মেয়ের কোচও তিনি নিজেই। মেয়ে বড়ো হয়ে অলিম্পিকের ময়দানে পা রাখবে, এটাই এখন পূজার স্বপ্ন।

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রঙ্গত শহরে জন্ম পূজার। বাবা কালিপদ ছিলেন সামান্য একজন কাঠমিস্ত্রি। আর্থিক স্বচ্ছলতা ছিল না কোনোদিনই। তবে কালিপদরও খেলাধুলোর দিকে বিশেষ আগ্রহ ছিল। তিনি চাইতেন তাঁর মেয়ে একদিন পিটি উষার মতো খেলোয়াড় হবেন। অলিম্পিকের ময়দানে নামবেন পূজার। পূজারও বরাবর খেলাধুলোর দিকেই মন পড়ে থাকত। পড়াশোনার প্রতিও তেমন আগ্রহ ছিল না কোনোদিন। স্কুলজীবনে ১০০ মিটার এবং ২০০ মিটারের দৌড় প্রতিযোগিতার পাশাপাশি হাইজাম্প এবং লং-জাম্পেও অংশ নিয়েছেন বহুবার। কিন্তু এইসমস্ত খেলায় আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন ছিল, তা পূজার ছিল না। এই সময় রঙ্গত শহরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন এসুদাসান। তিনি মূলত জলের খেলারই প্রশিক্ষণ দিতেন। তাই পূজাও নানারকমের জলের খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। রোয়িং খেলায় প্রশিক্ষকের প্রশংসা পেয়েছেন বারবার।


তবে মানুষের জীবন সবসময় এক খাতে চলে না। পূজার জীবনেও হঠাৎ অন্ধকার নেমে এল। ২০১৩ সাল, তখন তিনি বিবাহ করে স্বামীর সঙ্গে গুজরাটে বসবাস করেন। তবে খেলাধুলো ছাড়েননি। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনায় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হল তাঁকে। ফিরে আসে আর পুরনো ছন্দ ফিরে পাননি। এর মধ্যেই ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সদ্যোজাত সন্তানকে বুকে নিয়ে তখন শুরু হয় বেঁচে থাকার লড়াই। এর মধ্যেই ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং নেন পূজা। প্রথমে গুজরাটের একটি জিমখানার প্রাণায়ামের প্রশিক্ষক হিসাবে কাজ শুরু করেন। পরে আন্দামানের আরটিজি স্কুলে ফিটনেস ইনস্ট্রাকটারের কাজ নিয়ে চলে আসেন।

আরও পড়ুন
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই ‘সব্যসাচী’, লকডাউনে স্বপ্নপূরণ যুবকের

পূজা এখন বহু মহিলাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার অনুপ্রেরণা জোগান। সেইসঙ্গে ছোট্ট মেয়ে অবনীত কউরকে নিয়ে অলিম্পিকজয়ের স্বপ্নও দেখেন তিনি। ইচ্ছা আছে একদিন নিজের একটা জিম তৈরি করবেন। তবে তার জন্য অনেক পুঁজির দরকার। স্বপ্নপূরণের সামনে শুধুই প্রতিবন্ধকতার সাক্ষী থেকেছেন পূজা। কিন্তু জীবনের লড়াইয়ে হার মানার কোনো জায়গা নেই।

আরও পড়ুন
পোলিও-র প্রতিবন্ধকতাকে হারিয়ে প্যারালিম্পিকে বসিরহাটের সাকিনা

Powered by Froala Editor

আরও পড়ুন
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই অসংখ্য মানুষকে দিনবদলের স্বপ্ন দেখাচ্ছেন আরমান

More From Author See More