শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, আইটিইউতে স্থানান্তরিত সৌমিত্র চট্টোপাধ্যায়

শুক্রবার অবধি স্থিতিশীলই ছিল শারীরিক অবস্থা। কিন্তু বিকেল থেকেই ধীরে ধীরে অবনতি হতে থাকে তাঁর। রক্তে অক্সিজেনের মাত্র কমে যাওয়ার পাশাপাশিই অনিয়মিতভাবেই ওঠা নামা শুরু হয় রক্তচাপের। প্রথমে অক্সিজেন দেওয়ার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় এদিন রাতেই আইটিইউ ইউনিটে স্থানান্তরিত করা হল বাংলার প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো কোভিডের উপসর্গ ছিল তাঁর। কিন্তু মঙ্গলবার থেকে চিকিৎসকদের পরিচর্যায় ধীরে ধীরে সুস্থতার পথেই হাঁটছিলেন তিনি। বুধবারের পর তাঁর জ্বরও আসেনি বলে জানান চিকিৎসকরা। শ্বাসকষ্টও হয়নি সেইভাবে। 

তবে শুক্রবার বিকেলেই হঠাৎ করে রক্তের চাপ ওঠা নামা শুরু হয় তাঁর। সেই সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে শ্বাসকষ্ট। অবস্থার অবনতি হতেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আইটিইউ-তে। ব্যবস্থা করা হয় কৃত্রিম অক্সিজেনের।

করোনাভাইরাসের পাশাপাশি প্রবীণ এই অভিনেতা বহুদিন ধরেই ভুগছেন ক্যানসার, সুগারের মতো রোগে। ফলে থেকে যাচ্ছে কোমর্বিডিটি’র আশঙ্কাও। কাজেই এই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি চিন্তা বাড়াচ্ছে তাঁর ভক্তমহলে। অশীতিপর অভিনেতার দ্রুত আরোগ্যই প্রার্থনা করছেন অনুরাগীরা...

Powered by Froala Editor