করোনার পর আরও এক চিনা ভাইরাস, ছড়াতে পারে মহামারীও : আইসিএমআর

চিন থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনায় বিপর্যস্ত গোটা ভারত। আর এর মধ্যেই আরও এক ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে মানুষকে। আর এই ভাইরাসের উৎসও চিন। আর আতঙ্ক একেবারে অমূলক নয় বলেই জানিয়েছে ভারতের চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর।

ক্যাট-কিউ ভাইরাস নামে এই ভাইরাস মানুষ ছাড়াও শূকর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর শরীরে সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের ফলে প্রাথমিকভাবে জ্বর আসে। পরে মেনিনজাইটিস এবং পেডিয়াট্রিক এনসেফেলাইটিসের মতো উপসর্গও দেখা দেয়। সাধারণত পতঙ্গের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পরে। তবে সংক্রামক রক্ত বা বডি ফ্লুইডের সংস্পর্শে এসে সুস্থ মানুষের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

ভারতে মশার উপদ্রবের কারণেই এই ভাইরাসের প্রভাব মারাত্মক হতে পারে বলে জানিয়েছে আইসিএমআর। আর ইতিমধ্যে এদেশে অন্তত দুজন মানুষের শরীরে ক্যাট-কিউ ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। ২০১৪ সালের একটি এবং ২০১৭ সালের একটি নমুনায় মানুষের রক্তে সংশ্লিষ্ট অ্যান্টিবডি খুঁজে পাওয়া গিয়েছে। যদিও এখনও অব্দি আর কোনো নমুনা পাওয়া যায়নি।

করোনা ভাইরাসের মতোই এক ক্যাট-কিউ ভাইরাসও এক ভয়ঙ্কর মহামারী সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইসিএমআর। যদিও এখনও পর্যন্ত যেহেতু সেভাবে কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি, তাই ঘাবড়ানোর কিছু নেই বলেই জানিয়েছেন আধিকারিকরা। কিন্তু চিন বা ভিয়েতনামের মতো ভারতেও যে এই ভাইরাস কোনো দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে না, সে-বিষয়ে নিশ্চিত করে কিছু বলা মুশকিল।

Powered by Froala Editor