৯০ শতাংশ করোনাজয়ীর ফুসফুসই ঝাঁঝরা করেছে ভাইরাস, চাঞ্চল্যকর তথ্য

করোনা নিয়ে সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সেরে ওঠার পরেও মুক্তি নেই। আরোগ্যলাভ হলেও যে সম্পূর্ণ বিপদমুক্ত নন আক্রান্তরা। এবার সেই তথ্যই প্রকাশ করল চিনের একটি গবেষণা। করোনার আঁতুড়ঘর উহান শহরের এই সমীক্ষা ঘিরেই নতুন করে দানা বাঁধছে চিন্তার মেঘ।

সারা পৃথিবীতে তখনও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েনি। ব্যাপকতা নেয়নি সংক্রমণ। সেই পর্যায়েই মাত্র ৮৫ হাজারের মধ্যেই ভাইরাসের ছড়িয়ে পড়াকে কড়াভাবে রুখে দিয়েছিল চিনের প্রশাসন ও স্বাস্থ্যব্যবস্থা। চিনের সংবাদ মাধ্যম দাবি করেছিল ১০০ শতাংশ সুস্থতায় ফিরেছে চিন। কিন্ত সত্যিই কি তাই? উহান শহরের করোনার থাবা থেকে বেঁচে ফিরে আসা নতুন সমীক্ষা বলছে একেবারে উল্টো কথা।

আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশের ফুসফুসই ঝাঁঝরা করে দিয়েছে ভাইরাস। এর মধ্যে ৩৫-৮০ বছরের মানুষরাই রয়েছেন বেশি। উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালের ডিরেক্টর পেং ঝিয়ংয়ের নেতৃত্বে এই সমীক্ষা করা হয়। প্রাথমিকভাবে দেখা যায় করোনা মুক্ত হলেও অধিকাংশের মধ্যেই রয়ে গেছে শ্বাসকষ্ট। সমস্যা বাড়ছে দিনের বেলাতে। অনেককেই নির্ভর করে থাকতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার এবং ইনহেলারের ওপরে। পাশাপাশি আগে যাঁরা ৬ মিনিটে ৫০০ মিটারের বেশি পথ দ্রুত হাঁটতে পারতেন, তাঁদের হাঁফ ধরছে ৪০০ মিটার পথ উতরাতেই। 

এই বিষয়গুলি নজরে আসাতেই চিকিৎসকরা পুনরায় পর্যবেক্ষণ করেন এই রোগীদের। স্ক্যানের রিপোর্ট জানান দেয় তাঁদের ফুসফুসের অবস্থা বেশ দুর্বল হয়ে গেছে। পাশাপাশিই আশঙ্কাজনকভাবে কমেছে প্রতিরক্ষার ক্ষমতাও। ফলে অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা মাথা চাড়া দিচ্ছে। উহানের পাশাপাশিই বেজিং বিশ্ববিদ্যালয়ও এমন সমীক্ষা করে ৬৫-৭০ বছরের রোগীদের ওপরে। সেখানেও প্রায় একই রকম আসে সমীক্ষার ফলাফল। চিকিৎসক মহলে নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে এই ঘটনা। করোনামুক্ত হলেও মৃত্যুর আশঙ্কা থেকেই যাচ্ছে। দীর্ঘমেয়াদি এই প্রভাবের মোকাবিলা কীভাবে সম্ভব, তার উত্তর খুঁজতেই দিশেহারা গবেষক থেকে চিকিৎসক সকলেই...

আরও পড়ুন
করোনার থাবা ক্রীড়ামহলেও, আক্রান্ত ভারতীয় হকি দলের অধিনায়ক-সহ আরও চার

Powered by Froala Editor