দরিদ্রদের বিনামূল্যে ডাল-রুটি জোগাচ্ছে সোনু সুদের ধাবা

পাশে হালকা আঁচে আগুন জ্বলছে উনুনে। আর সেখানে একে একে নিজের হাতে বানানো তন্দুরি রুটি রান্না করতে দিচ্ছেন সোনু সুদ। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে এমনই একটি ভিডিও প্রকাশ করলেন ‘মহিসা’। ক্যাপশনে লেখা ‘সোনু সুদ দা পাঞ্জাবি ধাবা’। তবে অভিনয়ের পাশে এবার উপার্জনের জন্য সত্যিই কি ধাবা খুললেন তিনি? না, ব্যাপারটা তেমন নয়। বিনামূল্যেই তাঁর এই ‘স্টল’ থেকে সংগ্রহ করা যাবে ডাল-রুটি। দুঃস্থদের জন্যই এই ব্যবস্থা।

লকডাউনের শুরু থেকেই দরিদ্র, পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন তিনি। তাঁদের বাড়ি ফেরানো থেকে শুরু করে, অন্ন সংস্থানের দায়িত্ব— সবটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সোনু সুদ। এমনকি কোভিডের দ্বিতীয় ঢেউ-এর ভয়াবহ স্বাস্থ্য সংকটেও ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছিলেন তিনিই। এবারেও দরিদ্রদের জন্য অভিনব এক উদ্যোগ নিতে দেখা গেল তাঁকে।

তবে ইন্টারনেট মাধ্যমে ‘সোনু সুদ দা পাঞ্জাবি ধাবা’-র প্রচারের পিছনে লুকিয়ে রয়েছে আরও একটি কারণ। ভিডিও-র ক্যাপশনেই ‘সাপোর্ট স্মল বিজনেস’ হ্যাসট্যাগ দিতেও দেখা গেছে তাঁকে। আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে পণ্য কিনতে যাতে উৎসাহী হয় সাধারণ মানুষ, সে-জন্যই এই উদ্যোগ। করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের প্রকোপ অনেকটা কমলেও, এখনও স্থিতাবস্থায় আসেনি অর্থনৈতিক পরিস্থিতি। আর এই মন্দার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু অত্যাবশ্যকীয় পণ্যের ক্রয়-বিক্রয় কি একেবারেই থেমে গেছে? না, তেমনটা নয়। বরং, পুঁজিবাদী বেসরকারি প্রতিষ্ঠানগুলিই দখল করে রেখেছে বাজার। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রেতাসংখ্যা বাড়াতেই এমন অভিনব প্রচার মসিহার।

এই প্রথম নয়, ক্ষুদ্র ব্যবসার সমর্থনে এর আগেও একাধিক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। কখনো তাঁকে দেখা গিয়েছিল সাইকেলে করে ডিম, পাউরুটি, বিস্কুট বিক্রি করতে। আবার কখনো সামনে এসেছিলেন দুধ বিক্রেতার ভূমিকায়। শুধু তাই নয়, ক্ষুদ্র ব্যবসার বাজার তৈরি এবং দরিদ্রদের রুজিরুটির জন্য কর্মক্ষেত্রের বন্দোবস্ত করেছিলেন অভিনেতা সোনু সুদ। কয়েকশো বেকার যুবককে প্রদান করেছিলেন ই-রিক্সাও। কঠিন পরিস্থিতিতে মেহনতি মানুষদের জন্য সোনুর এই লড়াই এক কথায় অনবদ্য। গতকালের তাঁর টুইট করা ভিডিও আরও একবার হৃদয় জিতে নিল নেটিজেনদের…

আরও পড়ুন
বিমানের গায়ে সোনু সুদের ছবি, ‘রক্ষাকর্তা’কে অভিনব শ্রদ্ধা স্পাইসজেটের

Powered by Froala Editor

আরও পড়ুন
‘বাংলার সোনু সুদ’ হিসেবে নয়, নিজগুণেই পরিযায়ী শ্রমিকদের পাশে দেব

Latest News See More