দরিদ্র পড়ুয়াদের কলেজ ফি ভরে দিচ্ছেন অধ্যাপকরাই, অনন্য নজির কর্নাটকে

মহামারীর কারণে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক শৃঙ্খল। ফলে অনেক পরিবারই ধাক্কা খেয়েছে উপার্জনের পথে। দায় হয়ে দাঁড়িয়েছে পড়াশোনার খরচ বহন করে চলা। তবে পড়াশোনা তো এভাবে আর বন্ধ থাকতে পারে না। করোনা আবহে দারিদ্রের শিকার হওয়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন স্বয়ং শিক্ষকরাই।

কর্নাটকের শিরহাট্টি শহরের এফএম ডাবালি আর্টস কলেজে সম্প্রতি এমনই ছবি ফুটে উঠল। ৫০ জন প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কলেজ-বেতন ভরে দিলেন অধ্যাপকরা। চলতি পাঠবর্ষ না নষ্ট হয় ছাত্রদের সেই উদ্যোগই নিলেন কলেজের ১১ জন অধ্যাপক।

জানা গেছে ভর্তির তারিখ পেরিয়ে যাওয়ার পরে বেশ কিছু ছাত্র কলেজের ফিস জমা দিতে আসেনি। অধ্যাপকরা ক্লাসের পরে নিজেরাই উদ্যোগ নিয়ে যোগাযোগ করেন তাদের সঙ্গে। ঘুরে আসেন প্রত্যেকের বাড়িতেই। অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রদের বাবা-মা দিন-মজুরের কাজ করেন, কেউ বা কৃষক। ফলে তিন হাজার টাকা কলেজের ফি না দিয়ে, পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই কলেজের মুখোমুখি হয়নি তারা। অনেকের ইচ্ছে থাকলেও, বাবা-মাকে আর্থিক সাহায্য করতে খুঁজছে কাজ।

এখানেই শেষ নয়, আর্থিক দুর্গতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন এই কলেজের শিক্ষকরা। খোঁজ পেলে তাদের কাছেও সাহায্য পৌঁছে দিতে উৎসাহী তাঁরা। মহামারীর আবহে ছাত্রদের পঠন-পাঠন জারি রাখা এই অধ্যাপকরা একরকম দায়িত্বের মতোই তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। এই উদ্যোগ যেন অনন্য এক নজির...

আরও পড়ুন
এবার অস্কারের মঞ্চে জামিয়া মিলিয়ার তিন অধ্যাপক-পরিচালক

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রয়াত অধ্যাপক মোহাম্মদ কাইউম, শোকার ছায়া বাংলাদেশের শিক্ষামহলে

More From Author See More