শিক্ষারত্ন সম্মান পেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন অধ্যাপক

কথায় আছে 'অন্ধজনে দেহ আলো'। নিজে দৃষ্টিহীন হয়েও সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সমাজকে শিক্ষার আলো দেখিয়ে চলেছেন তিনি। তারই ফলস্বরূপ শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন অমিত ভট্টাচার্য।

২০১৯ সালের শিক্ষারত্ন সম্মান পেলেন মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিত ভট্টাচার্য। উচ্চ শিক্ষাকেন্দ্রে অমিত বাবুর অধ্যাপনায় উৎকর্ষতা, বিভাগীয় প্রধান হিসাবে তার দক্ষতা স্বরূপ বৃহস্পতিবার কোলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

তাঁর পথ চলা মোটেই সহজ ছিল না। দ্বাদশ শ্রেণীতে পড়তে পড়তে তাঁর জীবনে নেমে আসে এক অন্ধকার, কমতে থাকে অমিতবাবুর দৃষ্টিশক্তি। তার পরেও তিনি বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ২০০০-২০০৮ সালে প্রথম অধ্যাপনা করেন শিলিগুড়ির একটি কলেজে। দৃষ্টিহীন থাকায় সেখানেও তাঁকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ২০০৮ সালে মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের অধ্যাপক হিসাবে যোগদান করেন তিনি। তখন থেকেই আলোর দিশা দেখিয়ে যাচ্ছেন। তাঁর এই সাফল্যে গর্বিত ছাত্রছাত্রী সহ সমস্ত জেলাবাসী।