অর্ধনারীশ্বরের অস্তিত্ব বন্যেও, বিজ্ঞানীদের চোখে ধরা দিল বিরল উভলিঙ্গ পাখি

রোজ-ব্রেস্টড গ্রসবিক। অভিনব শারীরিক গঠনের জন্যই এই নাম আমেরিকার বাসিন্দা এই ছোট্ট পাখির। সাদা বুকে গোলাপি-লাল রঙের ত্রিভুজাকার চিহ্ন থাকে এই পাখিগুলির। সম্প্রতি এ-প্রজাতিরই এক বিরল পাখির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। যা জীববিজ্ঞানের ইতিহাসে এই প্রজাতির ক্ষেত্রে এই প্রথম চোখে পড়ল বিজ্ঞানীদের।

লিঙ্গভেদে রোজ-ব্রেস্টেড গ্রসবিকের পালক ও ডানার রং আলাদা। পুরুষ পাখিদের পিঠের ডানা হয় গোলাপি বর্ণের তার ওপরে থাকে কালো ছিট। স্ত্রীদের ক্ষেত্রে ডানার রঙ পুরোটাই হলুদ-বাদামী। কার্নেজি মিউজিয়ামের পাউডারমিল নেচার রিজার্ভে সম্প্রতি জীববিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করছিলেন বিভিন্ন প্রজাতির পাখিদের তখনই এই বিরল পাখির অস্তিত্ব নজরে আসে তাঁদের। 

একদিকে গোলাপি আরেকদিকে হলুদ। এমনই ছিল সেই রোজবিকের ডানার বর্ণ। গত ২৪ সেপ্টেম্বর সেই পাখিকে দেখেই তাজ্জব বনে গিয়েছিলেন বিজ্ঞানীরা। এই বৈশিষ্ট আসলে ইঙ্গিত দেয় উভলিঙ্গের। গবেষণার কাজেই পাখিটিকে ধরেন বিজ্ঞানীরা। সেখান থেকেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় পাখিটির দেহে রয়েছে একটি ডিম্বাশয় এবং একটি টেস্টিস। এবং দুই-ই সক্রিয়। ফলে ডিম দিতে পারে এই পাখি।

একটি ডিমে একটির পরিবর্তে দুটি নিউক্লিয়াস থাকলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বলে জানান বিজ্ঞানীরা। দুটি নিউক্লিয়াসের ক্রোমোজোম ভিন্ন হলে বিকশিত হয় উভয় লিঙ্গের বৈশিষ্টই। বিজ্ঞানের ভাষায় একে বলে গাইনান্ড্রোমর্ফিস। তবে তা খুবই বিরল। গত ৬৪ বছরে এখনও অবধি এমন ঘটনার ১০টিরও কম উদাহরণ সংগ্রহ করতে পেরেছেন বিজ্ঞানীরা। আর এই প্রজাতির ক্ষেত্রে এটাই প্রথম।

এই গবেষণায় যুক্ত বিজ্ঞানী লিন্ডসে জানান, শুধু পাখিই নয় বিভিন্ন পোকামাকড়, সাপ, গলদা চিংড়ি এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় এই ঘটনা। যা একেবারেই অস্বাভাবিক নয়। তবে এই ঘটনা এতটাই বিরল, যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যও অধিকাংশ সময়ে গবেষণা করে দেখার সুযোগ মেলে না। বিজ্ঞানীদের চোখে ধরা পড়া সেই রোজবিক যেন বন্যের মধ্যেই অর্ধনারীশ্বর...

Powered by Froala Editor

আরও পড়ুন
ত্বক ছাড়াই জন্ম, মৃত্যুকে জয় করে বিরল নজির ‘মিরাকল বেবি’র

Latest News See More