ভারতীয়দের মধ্যেই উচ্চশিক্ষার পর বিদেশ যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, জানাচ্ছে রিপোর্ট

প্রবাসী ভারতীয়, কথাটা শুনলেই আজও সম্ভ্রম জাগে অনেকের মনে। কিন্তু এর মধ্যেই চাপা থেকে যায় কিছু প্রশ্ন। কেন উচ্চশিক্ষিত ভারতীয়দের চলে যেতে হয় বিদেশের বাইরে? বিদেশে যখন তাঁরা বিশেষ কৃতিত্ত্বের সাক্ষ রাখতে পারছেন, তখন দেশে থাকলে দেশের অর্থনীতিও কি কিছুটা মজবুত হত না? আর এইসব প্রশ্নকেই উস্কে দিয়ে যাচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভালাপমেন্ট বা ওইসিডি-র সাম্প্রতিক রিপোর্ট। দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত প্রবাসী শ্রমিকের জোগান দিচ্ছে ভারতই।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ওইসিডি-র ২০১৫-১৬ সালের রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে ভারত থেকে বিদেশে যাওয়া উচ্চশিক্ষিত কর্মীর সংখ্যাটা ৩.১২ মিলিয়ন। যা ভারতের মোট উচ্চশিক্ষিত কর্মীর ৬৫ শতাংশ। দ্বিতীয় স্থানেই অবশ্য আছে চিন। সেখানে সংখ্যাটা ২.২৫ মিলিয়ন, এবং শতকরা হিসাবে ৪৮.৬ শতাংশ। দুই দেশের জনসংখ্যা যেমন বেশি, তেমনই এই দুই দেশের মানুষের উদ্ভাবনী শক্তিও সারা বিশ্বে সমাদৃত। ফলে আন্তর্জাতিক বাজারে কাজ পেতে সমস্যা হয় না। কিন্তু নিজেদের দেশে কি উপযুক্ত কর্মসংস্থান নেই? নাকি বিদেশে যাওয়ার মধ্যে একধরনের উন্নাসিকতা আছে? এই প্রশ্নই উস্কে দিচ্ছে সাম্প্রতিক রিপোর্ট।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিলিপাইন অবশ্য ইতিমধ্যে নিজের দেশে কর্মসংস্থান তৈরির দিকে জোর দিয়েছে। সহজে অন্য দেশে কাজ করতে যেতে দিতে রাজিও নয় সে-দেশের সরকার। কিন্তু ভারত বা চিনে তেমন নিয়ন্ত্রণ তো দূরে থাক, নূন্যতম কর্মসংস্থানের সুযোগও হারিয়ে যেতে চলেছে। আর দলে দলে কর্মীরা ভিড় করছেন আমেরিকায়, জার্মানিতে। মেধা-মস্তিষ্ক ভারতেরই। আর তার উপরেই দাঁড়িয়ে আমেরিকা বা জার্মানির মতো দেশের উন্নতির স্তম্ভ। নিজেদের দেশের দিকে কি একটু নজর দেওয়া যায় না?

Powered by Froala Editor