রেখাই একমাত্র মহিলা, যাঁর রয়েছে সমুদ্রে মাছ ধরার অনুমতি

সমুদ্র যা নিয়ে যায়, তা আবার ফিরিয়েও দেয়। সমুদ্রের প্রত্যেকটা ঢেউ ভিন্ন কথা বলে। আর এই সমুদ্রে যাদের জীবন কাটে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে, আমরা তার কতটুকুই বা খোঁজ রাখি। সমুদ্রের ওপর নির্ভর করে যাদের সারাদিনের পেটের দায় মেটে, তাদের মধ্যেই এক অনন্য নজির স্থাপন করলেন কেরালার রেখা কার্তিকেয়ন।

চারজন কন্যা সন্তানের মা, রেখা কার্তিকেয়ন কেন্দ্রীয় মেরিন ফিশারি রিসার্চ ইনস্টিটিউট (সিএমএফআরআই) থেকে অনুমতিপত্র প্রাপ্ত প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা মৎস্যজীবী। কিন্তু তাঁর এই অনুমতি পাওয়া খুব সহজ ছিল না। বহু কষ্ট এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁকে এই সম্মান পেতে হয়েছে। ‘মাছ ধরা মহিলাদের কাজ নয়’ - এই বিশ্বাস থেকে বেরিয়ে এসে রেখাকে অনুমতিপত্র দিয়েছেন সরকারি আধিকারিকরা।

কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই গত ১০ বছর ধরে তিনি প্রায় ৪০ নটিক্যাল মাইল অবধি গভীর সমুদ্রে যাত্রা করেন। বহুবার সামান্যের জন্য বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন রেখা। তবুও পিছিয়ে আসেননি। এমনকি তার স্বামীর হার্ট অ্যাটাকের পরে স্বামী চিকিৎসাধীন থাকাকালীন‌ও রেখাকে সমুদ্রে যেতে হয়েছে।

আমাদের পরিচিত গণ্ডির বাইরে এও এক আশ্চর্য সাফল্য। রেখাকে সেলাম।

ছবি ঋণ - ইউটিউব

Latest News See More