৬৫ লক্ষের বেশি মেয়ে পাচ্ছে না প্রাথমিক শিক্ষাটুকুও

সময় এগোচ্ছে, সমাজও এগোচ্ছে, কিন্তু বিশ্বজুড়ে কন্যাসন্তানদের শিক্ষার হার এখনও অনেকটাই পিছিয়ে। সম্প্রতি ইউনিসেফের বার্ষিক রিপোর্টে জানা গেছে, গোটা বিশ্বে ছেলেদের তুলনায় ৯০ লক্ষেরও বেশি মেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। গোটা বিশ্বে এখনও ১২১ লক্ষ শিশু প্রাথমিক শিক্ষাটুকুও পায় না, যার মধ্যে ৬৫ লক্ষই মেয়ে। ইউনিসেফের মতে, আগামী দু’বছরে যদি স্কুলে ছাত্রীর সংখ্যা না বাড়ানো যায়, তাহলে এই পরিসংখ্যান আরও খারাপ হবে। এর প্রভাব পড়বে সামগ্রিক জীবনধারাতেও। বাড়বে দারিদ্র।

ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক ক্যারোল বেল্লামি সরাসরি আঙুল তুলেছেন আন্তর্জাতিক প্রচেষ্টার খামতির দিকেই। এখনও বিশ্বজুড়ে কন্যাসন্তানদের নানাভাবে বঞ্চনার শিকার হতে হয়। নষ্ট করে ফেলা হয় অসংখ্য কন্যাভ্রূণ। জন্মের পরেও অযত্ন, অবহেলার সম্মুখীন হয় মেয়েরা। তার প্রমাণ, প্রাথমিক শিক্ষাটুকুও না মেলার এই পরিসংখ্যান।

ইউনিসেফের মুখপাত্র ড্যামিয়েন পেরসোনাজ বলেছেন, যত বেশি মেয়েদের শিক্ষিত করে তোলা যাবে, ৫ বছরের নিচে থাকা শিশুসন্তানদের মৃত্যুর হার ততই কমবে। তাঁর মতে, একটি পরিবারের একটি মেয়েকে শিক্ষিত করলে সে তার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকেও শিক্ষিত করে তুলতে পারবে।