রেলের লিনেন পরিষেবা বন্ধ হতে পারে স্থায়ীভাবে, আবারও কর্মীছাঁটাই-এর সম্ভাবনা

ভারতীয় রেলের এসি কামরায় যাত্রী পরিষেবার একটি অঙ্গই হল বালিশ, কম্বল, চাদর এবং হ্যান্ড টাওয়ালের সুবিধা। আর এই কাজের সঙ্গে জড়িত প্রায় দুই লক্ষ ঠিকাকর্মী। তবে এবার গুঞ্জন উঠল, বন্ধ হতে চলেছে এই লিনেন পরিষেবা। ফলে কাজ হারাতে পারেন রেলে কর্মরত বিপুল সংখ্যক মানুষ।

করোনা আবহে দূরপাল্লার ট্রেন চললেও সংক্রমণের সতর্কতা হিসাবেই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল লিনেন পরিষেবা। বদলে কামরার তাপমাত্রা খানিকটা বাড়িয়েই রাখা হয়েছিল। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছিল যাতে প্রয়োজনীয় কম্বল ও চাদর তাঁরা বাড়ি থেকে নিয়ে আসেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও যাত্রীরা এই পরিষেবা পাবেন কিনা, তা নিয়েই তৈরি হল নতুন জল্পনা। সম্প্রতি রেলকর্তারা বিষয়টিকে পর্যালোচনার স্তরেই রাখলেন। মেগালন্ড্রি চালানো সম্ভব হবে কিনা তাই খুঁটিয়ে দেখছে বিশেষ কমিটি। তার রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে রেল।

প্রতি সিটের লিনেন পরিষেবার জন্য রেলের খরচ হয় ৪০-৫০ টাকা করে। এক-একটি লিনেন সেটের আয়ু মোটামুটি ৪ বছর। খরচের খাতা থেকে এই ব্যয় কমাতেই রেলের এই সিদ্ধান্ত। কার্যত রেলের ভাঁড়ার যে শূন্য, আরও একবার ইঙ্গিত পাওয়া গেল এই ঘটনায়। তবে এর প্রভাবে কাজ হারানোর আশঙ্কা তৈরি হল প্রায় ২ লক্ষ মানুষের। পাকাপাকিভাবে এই সিদ্ধান্ত নিলে পরিস্থিতি যে ভয়ঙ্কর হয়ে উঠবে, আগে থেকেই তা জানিয়ে রেখেছে কর্মী সংগঠনগুলি...

Powered by Froala Editor

আরও পড়ুন
শহরতলির স্টেশনে চলমান সিঁড়ি এবং লিফট, সামাজিক দূরত্ববিধি নিয়ন্ত্রণে পদক্ষেপ রেলের

Latest News See More