অরুণাচল প্রদেশের ঢালে সন্ধান মিলল নতুন মথের, অন্যটির দেখা মিলল ১০০ বছর পর

এই পৃথিবীতে সবথেকে বেশি প্রজাতি আছে পতঙ্গের। আর সেই পতঙ্গের নাম যদি প্রজাপতি হয়, তাহলে একেকটি প্রজাতির রঙের বাহারে মুগ্ধ হতেই হয়। তবে প্রজাপতির বেশ নিকটবর্তী আরেক ধরনের পতঙ্গ ‘মথ’, বিষাক্ত চরিত্রের জন্য মানুষের মনোরঞ্জন করতে পারেনি ঠিকই। তবে তার বৈচিত্রে মুগ্ধ হতেই হয়। এমনকি এখনও এই ভারতের বুকেই খুঁজে পাওয়া যাচ্ছে তার নতুন প্রজাতি। সম্প্রতি একদল পতঙ্গ বিশেষজ্ঞের অনুসন্ধানে অরুণাচল প্রদেশ থেকে খুঁজে পাওয়া গেল নতুন মথের প্রজাতি। তার সঙ্গে এমন প্রজাতির মথও খুঁজে পাওয়া গেল, ভারতের বুকে যাদের শেষ দেখা গিয়েছিল প্রায় ১০০ বছরেরও বেশি আগে।

দেরাদুনের তিতলি ট্রাস্টের গবেষকদের সঙ্গে বেঙ্গালুরু এবং পুণের তিন গবেষক একসঙ্গে অনুসন্ধান চালিয়েছিলেন গতবছর আগস্ট মাসে। আর সম্প্রতি সেই অনুসন্ধানের আশ্চর্য সব সাফল্যের কথা প্রকাশিত হয়েছে অকল্যান্ডের জুট্যাক্সা পত্রিকায়। সেখানে নতুন প্রজাতির মাথের নামকরণ করা হয়েছে ‘মেতালোলোফিয়া তালেনসিস’। অরুণাচলের তালে অভয়ারণ্যে পাওয়া গিয়েছে বলেই এই নাম। পিআর রিভিউর কাজ শেষ হলে সারা পৃথিবীর পতঙ্গের তালিকায় যুক্ত হতে চলেছে আরেকটি নাম।

এছাড়াও অন্য যে প্রজাতির মথ পাওয়া গিয়েছে, তাদের সিকিমে দেখা গিয়েছিল ১৮৮৬ এবং ১৮৮৯ সালে। এছাড়াও ১৮৯৩ সালে নেপালে দেখা গিয়েছিল। কিন্তু তারপর আর তাদের দেখতে পাওয়া যায়নি। এই বিরল অনুসন্ধান প্রাণী গবেষণার কাজ অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই দুটি প্রজাতি ছাড়াও আরও বেশ কিছু বিরল প্রজাতির মথের সন্ধান পাওয়া গিয়েছিল এক বছর আগের গবেষণায়। তাদের অনেকের অস্তিত্বই মাত্র কয়েক কিলোমিটারের পরিধির মধ্যে সীমাবদ্ধ। তবে এর মধ্যে ডানায় সবুজ ছাপযুক্ত মথের আবিষ্কার সকলকেই অবাক করেছে। প্রাণীজগতের এই নতুন সদস্যকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

Powered by Froala Editor

আরও পড়ুন
পশ্চিমঘাট পর্বতে ৭৭টি নতুন প্রজাতির প্রজাপ্রতির সন্ধান, উচ্ছ্বসিত গবেষকরা