এখনও পর্যন্ত মঙ্গলের সবচেয়ে স্পষ্ট ছবি, প্রকাশ্যে আনল নাসা

সৌরজগতে পৃথিবীর ঠিক পরের গ্রহ মঙ্গল। তাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ওই পাথুরে লাল মাটিতে কি কখনো প্রাণের কোনো অস্তিত্ব ছিল? এলিয়েনদের ঠিকানা হতে পারে এই লাল গ্রহ? এমন অনেক প্রশ্নের যথাযথ উত্তর খুঁজতেই ১৫ বছর আগে রওয়ানা হয়েছিল নাসার উপগ্রহ মার্স রেকোনেসাঁ। আর এই ১৫ বছরে প্রায় ৬.৯ মিলিয়ন ছবি তুলেছে উপগ্রহের মধ্যে থাকা তিনটি ক্যামেরা। সম্প্রতি সামাজিক মাধ্যমের দৌলতে সেইসব ছবি দেখার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষও। আর দেখতে দেখতে ভাইরাল হয়ে উঠেছে সেইসব ছবি।

বুধবার নাসার ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় বেশ কতগুলি আকর্ষণীয় ছবি। এর মধ্যে যেমন আছে কন্টেক্সট ক্যামেরায় তোলা সাদা-কালো ছবি, তেমনই আছে মার্স-কালার-ইমেজ ক্যামেরার ফিস-আই ভিউ অথবা অত্যাধুনিক হাই-রাইজ ক্যামেরার ১৯৪ টেরাবাইটের ছবি। আর এর মধ্যে হাই-রাইজ ক্যামেরায় তোলা ছবিগুলিই যে নেটিজেনদের বেশি আকর্ষণ করেছে সেকথা বলাই বাহুল্য। তবে শুধুই ছবি দেখা নয়, নাসার গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও পাচ্ছেন সাধারণ মানুষ।

নাসা এবং অ্যারিজোনা ইউনিভার্সিটি একসঙ্গে নিয়ে এসেছে এক অভিনব প্রস্তাব। হাই-রাইজ ক্যামেরায় তোলা লাল গ্রহের ছবি দেখার পাশাপাশি মঙ্গলের মাটিতে আর কোথায় কোথায় অনুসন্ধান চালানো যায় তা নিয়ে প্রস্তাব রাখতে পারেন প্রত্যেকেই। আর সেইসব প্রস্তাব বিশ্লেষণের জন্য তৈরি হয়েছে বিশেষ ডেটাবেস। নাসার বিজ্ঞানীদের বক্তব্য, এইসব প্রস্তাব থেকে অনেক নতুন সম্ভবনাই উঠে আসতে পারে। সাধারণ মানুষের মধ্যেও আকাশ দেখার নেশা থাকে অনেক বেশি। আর তার ফলে অনেক সময় তাঁরা এমন সমস্ত প্রকল্পের কথা ভাবতে পারেন, প্রথাগত গবেষকের মাথায় যা আসে অনেক দেরিতে। এই করোনা পরিস্থিতিতে এমন এক অভিনব উদ্যোগের সঙ্গে তাই জড়িয়ে পড়তে খারাপ লাগার কথা নয়।

Powered by Froala Editor

আরও পড়ুন
মহাকাশের বুকে নাসার নতুন ইতিহাস, মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু রোভার ও হেলিকপ্টারের

Latest News See More