পরিবেশ বাঁচাতে নতুন প্রযুক্তি, বৃক্ষ-মানচিত্র তৈরি করবে নাসার প্রকল্প

প্রতিদিন একটু একটু করে কমছে বনভূমি। নিত্যনতুন পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসন্ন বিপদের সম্ভাবনা। তবে বনভূমির বাইরেও তো অনেক গাছ থাকে। তাদের সামগ্রিক পরিসংখ্যান এতদিন কোথাও পাওয়া যায়নি। তেমন প্রযুক্তিও হাতে ছিল না। তবে সম্প্রতি নাসার বিজ্ঞানীরা এই অন্ধকার দিকটিতেই আলো ফেললেন। আর প্রথম প্রচেষ্টাতেই সফল পরিসংখ্যান দিল এই প্রযুক্তি।

নাসার আর্থ সায়েন্স ডিভিশনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এই প্রযুক্তি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মেশিন লার্নিং-এর অ্যালগরিদম মিলিয়ে পর্যবেক্ষণ চালানো হয়। সম্প্রতি স্যাটেলাইটের সাহায্যে সমীক্ষা চালানো হয়েছে সাহারা মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে। আর সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গাছের সঠিক হিসাব তুলে ধরেছে আধুনিক এই প্রযুক্তি। দেখা গিয়েছে ১৩০০ বর্গকিলোমিটার এলাকায় রয়েছে ১.৮ বিলিয়ন গাছ। আর এই সমীক্ষা চালাতে যেখানে কয়েক বছর লেগে যাওয়ার কথা, এক্ষেত্রে লেগেছে মাত্র কয়েক সপ্তাহ।

নাসার বিজ্ঞানীদের দাবি, এই প্রযুক্তি শুধু পর্যবেক্ষণের কাজই করবে না। বরং আসন্ন সঙ্কট থেকে মুক্তির হদিশও দেবে। ইতিমধ্যে নাসার বেশ কিছু প্রকল্প বনভূমিতে কার্বনের ঘনত্ব পরীক্ষার কাজ করছে। এই দুই গবেষণা মিলিয়ে বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে খাদ্যে কার্বনের পরিমাণ বাড়ানোর একটা পরিকল্পনাও করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর এই সঙ্কট থেকে মুক্তির হদিশ তো বিজ্ঞানই দিতে পারে।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More