বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ৭ বছরের বালিকার

ফ্রক পরা ছোট্ট মেয়ে অভিজিতা। বয়স মাত্র ৭। যে বয়সে সবাই খেলনার জন্য বায়না করে, সেই বয়সেই অভিজিতা হাতে তুলে নিয়েছে কলম। পড়াশোনার পাশাপাশি তার সময় কাটে গল্প কবিতা লিখে। আর এই বয়সেই প্রকাশ পেয়েছে তার লেখা বই। সেইসঙ্গে বিশ্বের কনিষ্ঠতম লেখকের স্বীকৃতি পেল অভিজিতা। বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে মিলেছে এই স্বীকৃতি।

সাহিত্য অবশ্য অভিজিতার ধমনীতে প্রবাহিত। মৈথিলিস্মরণ গুপ্তা এবং সন্তকবি শ্রী সিয়ারামস্মরণ গুপ্তার বংশে জন্ম অভিজিতা গুপ্তার। তবে কবিতা এবং গল্প লেখার শুরু তার নিজের ইচ্ছেতেই। সারাদিন চারপাশে যা কিছু সে দেখে, তাই নিয়েই লেখে সে। অবশ্য সবকিছুর মধ্যে থেকে ভালোটুকু বেছে নেওয়াই তার অভ্যেস।

৫ বছর বয়স থেকে লিখতে শুরু করেছে অভিজিতা। আর এই ২ বছরে লেখা গল্প কবিতা নিয়ে প্রকাশ পেল, ‘হ্যাপিনেস অল অ্যারাউন্ড’। পরিবার, বন্ধুত্ব, পড়াশোনা সবকিছু নিয়েই গল্প এবং কবিতা লিখেছে সে। আর এবার শুরু করেছে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে লিখতে। আর এই লেখালিখি ও বইয়ের সূত্রেই এমন আশ্চর্য রেকর্ডের অধিকারী হল সে।

Powered by Froala Editor

More From Author See More