পরিবেশ সুরক্ষার দাবিতে শিশু আন্দোলনের ডাক দিল্লির ৮ বছরের খুদের

একের পর এক আইনকে সংশোধন করে চলেছে কেন্দ্র। বিতর্কিত বিষয় হলেও, বিভিন্ন আইনি পরিবর্তন আনছে সরকার। অথচ এই সময়ের সবথেকে বড়ো সমস্যাই উপেক্ষিত ভারতে। পরিবেশ দূষণ এবং উষ্ণায়নকে একেবারেই এড়িয়ে যাচ্ছে প্রশাসন। এবার তার প্রতিবাদেই সরব হল বছর আটেকের ভারতীয় কিশোরী। পরিবেশ বাঁচাতে শিশু আন্দোলনের ডাক দিল দিল্লিতে।

লিসিপ্রিয়া কাঙ্গুজান, উত্তর-পূর্ব ভারতের মণিপুরের বাসিন্দা হলেও বর্তমান বাসস্থান দিল্লির নয়ডায়। মণিপুরের শান্ত, স্নিগ্ধ আবহাওয়া থেকে দিল্লিতে এসেই প্রথম অস্বাভাবিকতা টের পেয়েছিল লিসিপ্রিয়া। দেখেছিল ঘন ধোঁয়াশায় ঢেকে থাকা একটা শহরকে। যেখানে দু’দণ্ড শ্বাস নেওয়ারও সুযোগ নেই। তারপরই কার্যত নিজের পদক্ষেপ ঠিক করে নিয়েছিল এই কিশোরী। 

‘চাইল্ড মুভমেন্ট ফর ক্লাইমেট, পাস ক্লাইমেট চেঞ্জ ল’। সম্প্রতি দিল্লির পার্লামেন্ট হাউসের বাইরে এমনই প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা গেল তাকে। কার্বন নির্গমনকারী দেশগুলির মধ্যে ভারত বর্তমানে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। কার্বন নিঃসরণ মাত্রাকে কমিয়ে আনার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পার্লামেন্টের কাছে বিশেষ আইন পাস করারই আবেদন রাখল এই কিশোরী। 

লিসিপ্রিয়া জানায়, পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে দ্রুত। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার শেষ সুযোগ এটাই। অন্যথা, অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো রাস্তাই নেই। পরিবেশের প্রতি এই অবহেলার জন্যই দায় হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকা। এমনটা দাবি লিসিপ্রিয়ার। ছোট্ট কিশোরীর স্বপ্ন, ব্যক্তিগত উদ্যোগেই একদিন চাঁদে পাড়ি দেবে সে। পৃথিবীর বিকল্প হিসাবে চাঁদে কীভাবে গড়ে তোলা যায় সভ্যতা, কীভাবে জোগান যায় দূষণমুক্ত বাতাস, পানীয় জল— তা নিয়েই গবেষণা করতে চায় এই খুদে পরিবেশবিদ।

আরও পড়ুন
মাছ ধরতে রাসায়নিক ব্যবহার, সরব থানের পরিবেশকর্মীরা

তবে এটাই প্রথম উদ্যোগ নয় লিসিপ্রিয়ার। ২০১৫ সালে নেপালের ভূমিকম্প কেড়ে নিয়েছিল বহু মানুষের প্রাণ। ঘর ছাড়া হয়েছিলেন প্রায় ১০ লক্ষ মানুষ। সেই সময়ও ৪ বছর বয়সী কিশোরী সাহায্যের কাজে হাত লাগিয়েছিল। বাবার সঙ্গে কাঁধ মিলিয়েই গড়ে তুলেছিল রিলিফ ফান্ড। 

আরও পড়ুন
পিকনিক স্পটে বটগাছের ঝুরি সংরক্ষণ, অভিনব উদ্যোগ বাংলার পরিবেশ কর্মীদের

কিছুদিন আগেই অষ্টাদশী এক কিশোরীকে দেখা গিয়েছিল আর্কটিকে ভাসমান বরফের ওপর প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে। এবার সেই দৃশ্যেরই যেন পুনরাবৃত্তি হল দিল্লিতে। পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তুলতে বিশ্বের যুবসমাজই উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে আগামী দিনে। এ যেন তারই প্রত্যক্ষ প্রমাণ। প্রাপ্তবয়স্করা যে পদক্ষেপ নিতে ব্যর্থ, সেই দিকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তরুণ প্রজন্ম...

আরও পড়ুন
দারিদ্র্য বাধা নয় মুক্তচিন্তার, পরিবেশ দিবসে প্রমাণ করল চিত্তরঞ্জনের প্রান্তিক পড়ুয়ারাই

Powered by Froala Editor