দূষণে বিপর্যস্ত গভীরতম সমুদ্রের মাছেরাও, শরীরে মিলল পারদের নমুনা

প্রশান্ত মহাসাগরের তলদেশে গভীর খাত মারিয়ানা ট্রেঞ্চ। এটাই পৃথিবীর গভীরতম অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা যেখানে ৯ কিলোমিটারের থেকে কম, সেখানে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা ১১ কিলোমিটারের বেশি। আর সেই গভীরতম অঞ্চলেও পৌঁছে গিয়েছে মানুষের দূষণের প্রভাব। সাধারণ কিছু জৈব দুষক পদার্থ নয়, ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু পারদ। সাম্প্রতিক গবেষণায় এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

গোল্ডস্মিথ জিওকেমিস্ট্রি সম্মেলনে চিনা এবং আমেরিকান বিজ্ঞানীদের জমা দেওয়া কিছু সমীক্ষার ফলাফলে দেখে গিয়েছে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে থাকা প্রাণীদের শরীরে পাওয়া গিয়েছে পারদের নমুনা। একটি দুটি প্রাণীর শরীরে নয়, বেশ অনেকগুলি মাছ ও অমেরুদণ্ডী প্রাণী পারদের বাহকে পরিণত হয়েছে। খুব তাড়াতাড়ি খাদ্য-খাদক সম্পর্কের কারণে অন্যান্য প্রাণীদের শরীরেও কুপ্রভাব ছড়িয়ে পড়তে বেশি দেরি নেই।

অবশ্য কিছুদিন আগেই গবেষণায় দেখা গিয়েছিল সমুদ্রের নিচে মোটামুটি ১০০ মিটার গভীরতা পর্যন্ত আছে পারদ। তার নিচে এই ধাতুর তেমন অস্তিত্ব নেই। কিন্তু কিছুদিনের মধ্যেই এই বিপরীত ফলাফল দেখে অবাক হয়ে গিয়েছেন বিজ্ঞানীরা। অবশ্য অনেকে মনে করছেন ভারী বৃষ্টিপাত বা তেমন কোনো প্রাকৃতিক কারণেই এই গভীরতায় পৌঁছে গিয়েছে পারদ। কিন্তু তাহলেও মানুষের দায়িত্ব অস্বীকার করা যায় না। নানাভাবে প্রকৃতিকে বিপন্ন করে আজ তার নিজের অস্তিত্বও বিপন্ন। অতএব মানুষকে বাঁচতে গেলে বাঁচাতে হবে প্রকৃতিকেও।

Powered by Froala Editor