অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট জয়, বিরল কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীর কর্নেলের

যারা পাহাড়ে চড়েন, বা কোনো এক্সপিডিশনে যান, তাঁদের কাছে অন্যতম গন্তব্য থাকে মাউন্ট এভারেস্ট। ভারী ভারী অক্সিজেন সিলিন্ডার, দুর্গম পাহাড়ে ওঠার সামগ্রী আর এক বুক সাহস— এই নিয়েই বেরিয়ে পড়েন তাঁরা। কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পাহাড়ে উঠেছেন, এমন ভুল কেউ করেননি। এভারেস্ট তো বটেই, অন্যান্য শৃঙ্গের ক্ষেত্রেও অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ‘ভুল’টাই করেছিলেন ভারতের এক সেনা অফিসার। তাঁর টিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছিলেন। এবং আশ্চর্য হল, সেটা করেও দেখিয়েছেন!

২০১৭ সালের স্নো লায়ন এভারেস্ট অভিযানের কথা এখনও অনেকেই মনে করেন। এই অভিযানই তো সেই আশ্চর্য ঘটনার সাক্ষী। আর এই সবকিছুর মূলে রয়েছেন কর্নেল বিশাল দুবে। এই বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর দলটাই ছিল ভারতীয় সেনাদের নিয়ে। লক্ষ্য ছিল একটাই, এভারেস্টের শিখরে পা রাখতে হবে; এবং সেটা বিনা অক্সিজেন সিলিন্ডারে! প্রথমে আজব লেগেছিল নিশ্চয়ই। কিন্তু জীবনের পরোয়া না করে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে এগোতেই তো ভালোবাসেন এঁরা। ১৪ জনের টিম সেই স্বপ্নই দেখেছিল… 

এই টিমের বেশ কয়েকজন সেই শিখর ছুঁতে পেরেছিলেন। তিনজনের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়েছিল। আর বাকি চারজন অক্সিজেন সিলিন্ডার ছাড়াই প্রায় ৮,৮৫০ মিটার উচ্চতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন। দুর্গম তো ছিলই; আর অক্সিজেন না থাকায় সমস্যা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তা সত্ত্বেও সেই কাজটি করতে পেরেছিলেন কর্নেল বিশাল দুবে’র টিম। বিশ্বে এর আগে এমন নজির আর কারোর ছিল না। তারপর বেশ কয়েকজন অক্সিজেন ছাড়া গিয়েছিলেন বটে, কিন্তু সেই রাস্তাটা দেখিয়েছিলেন বিশাল দুবে এবং তাঁর সহযোদ্ধারা। এমনভাবে শিখর ছোঁয়ার সাহস আর কজনের থাকে! 

Powered by Froala Editor

আরও পড়ুন
পৃথিবীর সর্বোচ্চ স্থানেও পাওয়া যাবে নেটওয়ার্ক, এভারেস্টে চালু হচ্ছে ৫জি পরিষেবা