চোখের জল দিয়ে তৈরি বন্দুকের গুলি, শিক্ষককে লক্ষ্য করে ছুঁড়লেন ছাত্রী!

চোখের জল কি সত্যিই মানুষের দুর্বলতা? নাকি তাকেই অস্ত্র বানিয়ে তোলা যায়? অন্তত তেমনটাই করে দেখিয়েছিলেছেন তাইওয়ানের ডিজাইনার ওয়াই-ফেই চেন। নিজের ব্যক্তিগত জীবন থেকেই উঠে এসেছে এই অস্ত্র। মানুষের সত্যিকারের চোখের জলকে জমাট বাঁধিয়ে বরফের গুলি তৈরি করে তা নির্দিষ্ট লক্ষ্যে ছুঁড়তে পারে এই বন্দুক। সামাজিক মাধ্যম তো বটেই, নানা প্রদর্শনীতেও সাড়া ফেলে দিয়েছিল চেনের তৈরি এই বন্দুক।

নেদারল্যান্ডের ডিজাইন অ্যাকাডেমি ইন্দোভেনের ছাত্রী চেন একটি প্রকল্পের প্রদর্শনী করছিলেন। হঠাৎ একজন শিক্ষক বলেন, সময়ের তুলনায় প্রকল্পটি কিছুই হয়নি। তিনি যে আয়তনের প্রকল্প দাবি করেন, চেন ও তাঁর সহপাঠীরা প্রত্যেকেই বুঝতে পারেন তা অসম্ভব। কিন্তু চেন কোনো প্রতিবাদ করে উঠতে পারেননি সেদিন। 

তাইওয়ানে জন্ম চেনের। ছোটো থেকেই জেনে এসেছেন, শিক্ষক-শিক্ষিকার মুখের উপর উত্তর দেওয়া অভদ্রতা। অবশ্য নেদারল্যান্ডে সবসময়ই পড়ুয়াদের স্বাধীনতাকে উৎসাহ দেওয়া হয়। কিন্তু সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি চেন।

চেন প্রতিবাদ না করলেও তাঁর সহপাঠীরা প্রতিবাদ করেছিলেন। আর তাতে সেই শিক্ষক ভুল স্বীকারও করেছিলেন। সমস্ত ঘটনার শেষে আর চোখের জল ধরে রাখতে পারেননি চেন। তাঁর মনে হয়, অন্তরের কোমলতাই তাঁর দুর্বলতা হয়ে উঠছে। আর সেই দুর্বলতাকে নতুন শক্তিতে পরিণত করতেই তৈরি করে ফেলেন ‘টিয়ার গান’। ২০১৬ সালে কলেজ প্রকল্প হিসেবেই প্রদর্শন করেন তাঁর এই ডিজাইন। এরপর ডাচ ডিজাইন উইকেও সেই মডেল প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
সৌরশক্তিই উত্তাপ জোগাবে তাঁবুতে, লাদাখে নয়া আবিষ্কার বাস্তবের ‘র‍্যাঞ্চো’-র

চেনের এই মডেল সারা পৃথিবী থেকেই প্রশংসা পেয়েছে। আর কলেজের শিক্ষক-শিক্ষিকারা তো বাহবা দিয়েছেনই। এমনকি যে শিক্ষকের ব্যবহারের জন্য চেন সেদিন কেঁদে ফেলেছিলেন, তিনি নিজেই এগিয়ে এসেছিলেন একটি বুলেটের আঘাত নিতে। আবেগঘন সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলেন চেনের সহপাঠীরাও। এক একটি মডেল যেন এভাবেই হয়ে ওঠে মানবিক অভিব্যক্তির প্রকাশ।

আরও পড়ুন
নক্ষত্রের উল্টোদিকে প্রদক্ষিণ গ্রহের, আগেকার ধারণা ভেঙে দিল সাম্প্রতিক আবিষ্কার

Powered by Froala Editor

আরও পড়ুন
মাত্র দুটি ড্রাগের মিলিত প্রয়োগেই সেরে উঠবে ফুসফুসের ক্যানসার, যুগান্তকারী আবিষ্কার

More From Author See More