এভারেস্ট-অভিযানে শুধুমাত্র কৃষ্ণাঙ্গরা, এই প্রথম

এখনও পর্যন্ত সবমিলিয়ে ৪ হাজার অভিযাত্রী সফল হয়েছেন মাউন্ট এভারেস্ট অভিযানে। তবে সেখানেও স্পষ্টভাবেই রয়েছে বর্ণবাদের ছাপ। সর্বসাকুল্যে ১২ শতাংশ এভারেস্টজয়ী অভিযাত্রী কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ভুক্ত। তবে এখনও পর্যন্ত এভারেস্টের শিখরে পৌঁছায়নি সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ অভিযাত্রী দল (Black Mountaineers)। সেই বৈষম্য ঘোচানোর লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে ব্ল্যাক মাউন্টেনিয়ারস সংগঠন 'ফুল সার্কেল' (Full Circle)।

বিশ শতকের শেষ পর্যন্ত পর্বতাভিযানের জগতে প্রায় ব্রাত্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। তবে চলতি শতকে ক্রমশ বদলাতে থাকে পরিস্থিতি। ২০০২ সালে মাউন্ট কেনিয়া জয় করে প্রথম কোনো সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ অভিযাত্রী দল। বিশ্বের ইতিহাসে সেটাই ছিল এই ধরনের প্রথম কোনো দৃষ্টান্ত। এর পর ২০০৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ অভিযাত্রী হিসাবে এভারেস্ট জয় করেন সিবুসিসো ভিলানে। সেই সময়েই জন্ম নেয় অভিযাত্রী দল 'ফুল সার্কেল'-এর। লক্ষ্য ছিল, শেরপা এবং শ্বেতাঙ্গদের কোনোরকম সাহায্য ছাড়াই এভারেস্ট (Mt. Everest) জয়।

বিগত কয়েক বছর ধরেই চলেছে তার প্রস্তুতি। হিমালয়ের মতো কঠিন পার্বত্য অঞ্চলে ছোটো ছোটো ট্রেকিং এবং মাউন্টেন্টিং-এর মাধ্যমে প্রশিক্ষণও নিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের কৃষ্ণাঙ্গ অভিযাত্রীরা। জয় করেছেন মাউন্ট আবু, আলাস্কার ডেনালি এবং মাউন্ট কিলিমাঞ্জারোর মতো শৃঙ্গ। আগামী কয়েক মাসেই সেই তালিকায় যুক্ত হতে চলেছে মাউন্ট এভারেস্টের নাম।

হ্যাঁ, সম্প্রতি নেপালের কাঠমাণ্ডু পৌঁছালেন 'ফুল সার্কেল'-এর অভিযাত্রীরা। কয়েকদিনের মধ্যেই শুরু হবে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান। আগামী কয়েক মাস সেখানেই উচ্চতার সঙ্গে নিজেদের মানিয়ে নেবেন তাঁরা। তারপর শুরু হবে মূল অভিযান। এই অভিযান ইতিহাসের পাতায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে, তাতে সন্দেহ নেই কোনো...

আরও পড়ুন
প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে মার্কিন মুদ্রায় সাহিত্যিক মায়া অ্যাঞ্জেলু

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে অস্কারজয়; সিডনি পোয়েটার ও দিনবদলের কাহিনি