করোনার কোপে খড়গপুর আইআইটি, এক সপ্তাহ লকডাউন ক্যাম্পাসে

করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে লকডাউন শুরু হলে সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের দরজাই বন্ধ হয়ে যায়। এখনও অবধি পঠনপাঠন শুরু হয়নি। কিন্তু গবেষণা সংস্থাগুলি খোলা আছে, আর সেখানে নানা ধরনের গবেষণা মহামারী পরিস্থিতিতে আশার আলোও দেখাচ্ছে। কিন্তু ভাইরাস করোনা থাবা বসিয়েছে সেখানেও। আর এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের দরজাও। শনি-রবিবার সহ আগামী এক সপ্তাহ সেখানে সমস্ত ধরনের ইউনিট বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সমস্ত অফিসও।

ক্যাম্পাসের মধ্যস্থিত বিসি রায় টেকনোলজি হাসপাতালের পরীক্ষার ফল অনুযায়ী আইআইটির অধিকাংশ কর্মীর শরীরেই ধরা পড়েছে করোনা সংক্রমণ। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে বিসি রায় হাসপাতালও। শুধু এমার্জেন্সি ইউনিট খোলা থাকবে বলে জানানো হয়েছে। যদিও প্রথম বর্ষের পড়ুয়াদের ছাড়া বাকি সমস্ত ছাত্রছাত্রীর পঠনপাঠন চলবে অনলাইনেই।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা ধরনের উদ্ভাবনী আবিস্কারের সাক্ষী থেকেছে খড়গপুর আইআইটি ক্যাম্পাস। তাই এমন একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিকভাবেই চিন্তার বিষয়। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। যদিও এই এক সপ্তাহ ক্যাম্পাসে কেউ ঢুকতে বা ক্যাম্পাস থেকে বেরোতে পারবেন না। জরুরি পণ্যের দোকানগুলি ছাড়া বাকি সমস্ত বন্ধ থাকবে। জরুরি পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ২টো পর্যন্ত। কেবল ওষুধের দোকান খোলা থাকবে সন্ধে ৭টা পর্যন্ত। আর এই নিয়ম সঠিকভাবে মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোনো সমস্যাই হবে না বলে জানানো হয়েছে।

Powered by Froala Editor

আরও পড়ুন
দেশের সব হাইকোর্টেই রায়দান কমেছে ৫০ শতাংশ, সৌজন্যে করোনা