অবসর ঘোষণা ছিল পূর্বপরিকল্পিত, কিন্তু ধোনি-রায়না কেন বেছে নিলেন ১৫ আগস্টকেই?

১৫ আগস্ট। স্বাধীনতা দিবসের দিনই ভারতের ক্রিকেট-প্রেমীদের কাছে জোড়া ধাক্কা এসেছিল। প্রথমে মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণা। তার কিছুক্ষণ পরই সেই পথে হাঁটা সুরেশ রায়নার। কিন্তু দুই কিংবদন্তির খেলা ছাড়ার সেই সিদ্ধান্ত কি তাৎক্ষণিক ছিল?

‌সুরেশ রায়না সম্প্রতি জানালেন সেই কথা। ধোনির সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকেই অবগত ছিলেন তিনি। ১৪ আগস্টই প্লেনে চেন্নাই যাওয়ার সময় অবসর ঘোষণার পরিকল্পনা তৈরি করেন তাঁরা। ১৫ আগস্টকে পরিকল্পিত ভাবেই বেছে নিয়েছিলেন ধোনি এবং রায়না। ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘ সময় পাশে পাশে খেলেছেন এই দুই খেলোয়াড়। বন্ধুত্বেও কমতি ছিল না এতটুকু। তাই অবসর ঘোষণার সময় যৌথ সিদ্ধান্তই নিয়েছিলেন তাঁরা। ধোনি এবং রায়নার জার্সি নম্বর ছিলি যথাক্রমে ৭ এবং ৩। আর এই দুটি নম্বরের সমন্বয়ে গড়ে ওঠে ৭৩। অবসর ঘোষণার জন্য তাই ভারতের ৭৩ তম স্বাধীনতাবর্ষকেই বেছে নিয়েছিলেন ধোনি ও রায়না।

চেন্নাই সুপারকিংসের ক্যাম্পে ১৫ আগস্ট অবসর ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেদার যাদব, রায়ডু এবং করণ। অবসর ঘোষণার পরই থমথমে হয়ে উঠেছিল ক্যাম্পের পরিবেশ। ধোনির অবসরগ্রহণের কথায় কেঁদে ফেলেছিলেন সতীর্থরা। সুরেশ রায়না এইসব কথা জানাতে জানাতেই আবেগঘন হয়ে পড়েন। ধোনির সঙ্গে প্রায় সমসাময়িকভাবেই শুরু করেছিলেন ২২ গজের যুদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শেষ করলেন একই সঙ্গে। তবে রায়না জানান, চেন্নাইতে এখনও একসঙ্গে পথ চলা বাকি।

Powered by Froala Editor

আরও পড়ুন
১৫ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ার, জেনে নিন ধোনির সেরা পাঁচটি ইনিংস