ধোনির সঙ্গে একই পথে হাঁটলেন সুরেশ রায়না, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বাঁহাতির

স্বাধীনতা দিবসের বিশেষ দিনেই মাত্র কিছুক্ষণ আগে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিন ধোনি। এবার এই পথেই হাঁটলেন দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়না। ধোনির পথে হেঁটেই অবসরের সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন তিনি।

২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুরেশ রায়না। পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচেও বিশেষ সাফল্যের পরিচয় রেখেছেন। সারা জীবনে ১৮টি টেস্ট ম্যাচ এবং ২২৬টি একদিনের ম্যাচের অভিজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। বলাই বাহুল্য ধোনির পছন্দের তালিকায় বরাবরই উঠে এসেছে সুরেশ রায়নার নাম। ট্যুইটারে রায়না জানিয়েছেন, ধোনির সঙ্গে খেলতেই তিনি বেশি স্বচ্ছন্দ অনুভব করতেন। আর তাই তাঁর অবসরের সিদ্ধান্ত অনুসরণ করলেন।


ভারতের হয়ে সুরেশ রায়না শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাঁকে। খেলেছেন ২২৬টি ওয়ান-ডে ম্যাচ। সংগ্রহে রয়েছে সাড়ে ৫ হাজার রান। যার মধ্যে ৫টি শতরান এবং ৩৬টি অর্ধ শতরান রয়েছে। এছাড়াও সুরেশ রায়নার ফিল্ডিং চিরকালই দৃষ্টিআকর্ষক। কিছু অনবদ্য ক্যাচের মালিকানাও পুরেছিলেন নিজের ঝুলিতে।

সুরেশ রায়নার দল চেন্নাই সুপার কিংস তাঁর অবসর গ্রহণের খবর নিশ্চিত করেছেন। ধোনির অবসর গ্রহণের পর রায়না ঘোষণা যেন ভূমিকম্পের আফটার শক। একই দিনে দুই জনপ্রিয় তারকা খেলোয়ারের অবসরের সিদ্ধান্তে শোকস্তব্ধ ক্রীড়াপ্রেমী মানুষ।

আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি, স্বাধীনতা দিবসের দিনেই এল ঘোষণা

Powered by Froala Editor