১ কোটির গণ্ডি ছাড়াল করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত ৫ লক্ষ মানুষ!

ডিসেম্বরের শেষের দিক। তখন সবেমাত্র জানান দিয়েছে নোভেল করোনা ভাইরাসের অস্তিত্ব। চিনের উহান শহরে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর মুখরোচক হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। কিন্তু দেখতে দেখতেই সেই ভাইরাস মারকের চেহারা নিল। তখনো কি বোঝা গিয়েছিল এই মহামারী এমন ভয়ঙ্কর আকার ধারণ করবে? আজ বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা ছাড়াল ১ কোটি। মৃত্যুর নিরিখেও পার করল ৫ লক্ষের গণ্ডি।

চিনের উহান প্রদেশে এই ভাইরাসের সংক্রমণের সূত্রপাত হলেও তা ক্রমে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। কিন্তু শুরু থেকে যত দিন গড়িয়েছে তত বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। ক্রমশ তার পারদ চড়েছে উপরের দিকে। এপ্রিলের শুরুতে অর্থাৎ প্রথম তিন মাসের বেশি সময়ে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল ১০ লক্ষ। তার পরের ৪৮ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৪০ লক্ষ। সেখান থেকে আরো ৫০ লক্ষ বাড়তে সময় নিল মাত্র ৩৮ দিন। এই ক্রমবর্ধমান গতিতে সংক্রমণ বাড়তে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে এই সংখ্যা?

সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী প্রথম স্থানে রয়েছে আমেরিকা (২৬ লক্ষ), দ্বিতীয় স্থানে ব্রাজিল (১৩.২ লক্ষ), তৃতীয় স্থানে রাশিয়া (৬.৩ লক্ষ)। চতুর্থ স্থানে থাকা ভারতের সংক্রমণও ছাড়িয়ে গেছে ৫ লক্ষের সীমারেখা। খারাপ অবস্থা চিলি, পেরুর মত লাতিন আমেরিকার দেশগুলিরও। তবে এর পরেও গবেষণা বলছে চূড়ান্ত শিখরে পৌঁছায়নি সংক্রমণ! 

কোভিড-১৯কে বিশ্বস্বাস্থ্য সংস্থার মহামারী ঘোষণা করার পরও কেটে গেছে মাস ছয়েক। অথচ এখনো কোনো টিকা আসেনি বাজারে। অক্সফোর্ডের প্রতিষেধক প্রস্তুতির গবেষণা সফলতা পেলেও তা বাজারে আসতে এখনো বছর খানেক লাগবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু ততদিনে পরিস্থিতি কোথায় পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। বাড়তে থাকা এই সংক্রমণকে আটকানোই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে...

আরও পড়ুন
দেশের করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ লক্ষ, একদিনে রেকর্ড সংক্রমণ রাজ্যেও

Powered by Froala Editor

আরও পড়ুন
উপসর্গ ছাড়াই আকস্মিক মৃত্যু, করোনার নতুন ঘাতক চরিত্রে দিশেহারা অন্ধ্রপ্রদেশ