শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭০০০, করোনা সংক্রমণে নতুন রেকর্ড ভারতে

যত দিন যাচ্ছে, ভারতের করোনা পরিস্থিতি ততই জটিল হচ্ছে। প্রতিটা হাসপাতালে চিকিৎসা চলছে, ডাক্তাররাও চেষ্টা করছেন; কিন্তু আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণই দেখাচ্ছে না। তারই মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন প্রায় ১৭ হাজার জন! যা একদিনের নিরিখে এর আগের সমস্ত রেকর্ড অতিক্রম করল। প্রতিদিন বেড়ে চলা এই হিসেবই চিন্তায় রেখেছে সবাইকে।

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২২ জন ব্যক্তি করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। আর এসব মিলিয়েই মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৭১৯-এ। একই সঙ্গে উঠে এসেছে মৃত্যুর পরিসংখ্যানও। গত একদিনে ৪২৪ জন মারাও গেছেন করোনার জন্য। সব মিলিয়ে মোট মৃত্যুও ১৫ হাজারের দোরগোড়ায়। সেইসঙ্গে নজর রাখা দরকার রাজ্যগুলির দিকেও। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু— এখানকার অবস্থা অত্যন্ত সংকটজনক। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৬০০-এর কোঠায়। আক্রান্তের সংখ্যা ১৫ হাজার পেরিয়েছে। যার মধ্যে বেশিরভাগই কলকাতার। 

তবে এইসবের পাশে সুস্থ হবার হারও যথেষ্ট ভালো। সব মিলিয়ে ভারতে করোনা থেকে বেঁচে ফেরার সংখ্যাটা ২ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। কিন্তু আক্রান্তের সংখ্যাও সমান তালে বেড়েই চলেছে। এই মুহূর্তে সমস্ত কিছু প্রায় স্বাভাবিক হওয়ার দিকেই এগোচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা যে আরও বাড়ছে তাতে সন্দেহ নেই। লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলেও, লাভ হচ্ছে কি? এমন প্রশ্ন তুলছেন অনেকে।

Powered by Froala Editor

More From Author See More