৪০ মিনিটের ব্যবধানে দুটি বিশ্বরেকর্ড, ৮ মাস পরে প্রতিযোগিতায় ফিরে চমক ড্রেসেলের

ব্যবধান মাত্র ৪০ মিনিটের। আর তার মধ্যেই তৈরি হয়ে গেল দু-দুটি বিশ্ব রেকর্ড। দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ক্রীড়ামহল। করোনাভাইরাসের প্রকোপ খানিকটা কমতেই তাই আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক সাঁতার লিগ। আর প্রায় ৮ মাস পরে প্রতিযোগিতায় ফিরে সপ্তাহান্তে এক অন্য নজির গড়লেন আমেরিকান সাঁতারু কেইলেব ড্রেসেল। 

গত শনিবার হাঙ্গেরির বুদাপিস্ট শহরে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতার ফাইনাল। সেই ম্যাচেই যেন ঝলসে উঠলেন ড্রেসেল। প্রথমে ১০০ মিটার বাটারফ্লাই বিভাগে চ্যাড লে ক্লোসের রেকর্ড ভাঙেন তিনি। ৪৮.০৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডকে ছাপিয়ে ১০০ মিটার ফেন্স স্পর্শ করেন মাত্র ৪৭.৮৭ সেকেন্ডে। আর তার খানিকক্ষণের মধ্যেই নিজের ৫০ মিটার ফ্রিস্টাইল ওয়ার্ল্ড বিভাগের রেকর্ডকেও কমিয়ে আনেন ০.০৮ সেকেন্ড। ২০১৬ সাল থেকে ২০.২৪ সেকেন্ডের বিশ্বরেকর্ড ছিল তাঁরই নামে। শনিবার এই সময়কেই তিনি কমিয়ে আনেন ২০.১৬ সেকেন্ডে।

তবে দুটি বিশ্বরেকর্ড তৈরির থেকেও নিজের দলকে এগিয়ে রাখতে পেরেই বেশি খুশি বছর চব্বিশের আমেরিকান সাঁতারু। তাঁর মূল রক্ষও সেটাই। শেষ অবধি নিজের দল ‘ক্যালি কন্ডার্স’কে বিশ্বচ্যাম্পিয়ন করে তোলা। রবিবার পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন দল ক্যালি কন্ডার্সই ধরে রেখেছে প্রথম স্থান।

শনিবার বিশ্বরেকর্ড ভাঙার বিরল নজির তৈরি করার পরই তাঁকে শুভেচ্ছা জানান তিনবারের অলিম্পিক স্বর্ণপদক-বিজয়ী সাঁতারু রাউডি গেইনস। এই মুহূর্তে নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ সাঁতারু হিসাবে তাঁকে অভিহিত করেন গেইনস।

২০১৬-র রিও অলিম্পিকে রিলে বিভাগে দুটি স্বর্ণপদক জিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন ড্রেসেল। বয়স তখন মাত্র ২০ বছর। তারপর থেকে, যত দিন গেছে, ততই যেন নিজেকে শাণিত করেছেন তিনি। শেষ দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সংগ্রহ করেছেন ১৩টি স্বর্ণপদক এবং দুটি রূপো।

তবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর ড্রেসেলের পাখির চোখ টোকিও সামার অলিম্পিক। তাঁর দিকে তাকিয়ে রয়েছেন সারা বিশ্বের দর্শকরাও। ২০২১ টোকিও অলিম্পিকে মোট ৭টি বিভাগে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছেন ড্রেসেল। এখন শুধু মাস কয়েকের অপেক্ষা বিশ্বের শীর্ষস্থানীয় সাঁতার তারকার থেকে নতুন চমক দেখতে পাওয়ার...

আরও পড়ুন
সপ্তম গ্র্যান্ড প্রিক্স জয়, মাইকেল শুমাখারের রেকর্ড স্পর্শ করলেন লুইস হ্যামিলটন

Powered by Froala Editor

More From Author See More