৩ লক্ষ দেশলাই জুড়ে তৈরি তাজমহল, গিনেস রেকর্ডের দাবিদার কৃষ্ণনগরের তরুণী

সম্রাট শাহজাহানের ভালোবাসার সাক্ষী তাজমহল। যুগে যুগে শিল্পীরা সেই কাঠামোকে বেছে নিয়েছেন নিজেদের শিল্পের বিষয়বস্তু হিসাবে। কিন্তু এসমস্ত শিল্পীদের থেকে খানিকটা আলাদা কৃষ্ণনগরের সহেলি পাল। রং-তুলি নয়, তাঁর শিল্পের মাধ্যম দেশলাই কাঠি। আর একটি দুটি নয়, পরপর ৩ লক্ষেরও বেশি দেশলাই কাঠি জুড়ে জুড়ে তিনি বানিয়ে ফেলেছেন এই তাজমহল। আর এবার তাঁর লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি পাওয়া।

সহেলি জানান, গিনেস বুকে নাম তোলার উদ্দেশ্যেই তিনি এই কাজে হাত দিয়েছেন। ইতিমধ্যে ২০১৩ সালে ইরানের মেয়স্যাম রহমানি ১ লক্ষ ৩৬ হাজার ৯৫১টি দেশলাই কাঠি দিয়ে ইউনেস্কোর লোগো তৈরি করে গিনেস বুকে নাম তুলেছিলেন। সেই রেকর্ড ভেঙে এবার কৃষ্ণনগরের ঘুর্ণি অঞ্চলের সহেলির নাম ওঠা শুধুই সময়ের অপেক্ষা। নিয়ম মেনে ৬ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া শিল্পকর্মটির ভিডিও বানিয়ে কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন সহেলি। ৩০ সেপ্টেম্বর সেই ভিডিও পাঠানো হয়। কর্তৃপক্ষ সেই ভিডিও পরীক্ষা করেই তাঁর স্বীকৃতি চূড়ান্ত করবেন।

অবশ্য এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে সবচেয়ে ছোট মাটির প্রতিমা তৈরি করে বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন সহেলি। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। আবারও এক রেকর্ডের প্রতীক্ষায় প্রহর গুনছেন তিনি। সৃষ্টির আনন্দ রয়েছে তাঁর রক্তেই। বাবা, ঠাকুরদা দুজনেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রতিমাশিল্পী। সহেলিও সেই কাজকেই আরও এগিয়ে নিয়ে যেতে চান। আর গিনেস বুকের রেকর্ড যে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে উঠবে, সেকথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

More From Author See More