জেল থেকে সাময়িক অব্যাহতি, ভগ্নস্বাস্থ্যের কারণে হাসপাতালেই কবি ভারভারা রাও

শারীরিক অসুস্থতার কারণে বারবার জামিনের আবেদন করেও সাড়া মেলেনি সেভাবে। অথচ ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এলগার পরিষদ মামলায় অভিযুক্ত কবি ভারভারা রাওয়ের। তবে অবশেষে জামিনের আবেদন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিল বোম্বাই হাইকোর্ট। আগামী সোমবার দিন ধার্য করা হয়েছে বিচারের।

সপ্তাহখানেক আগেই নানাবতী হাসপাতালের রিপোর্ট জানানো হয়েছিল বর্তমানে স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা। আর তারপরেই শুরু হয়েছিল জল্পনা। এনআইএ মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিল জামিন খারিজের। সরকারি হলফনামায় তারপরই জানানো হয়, কেবলমাত্র জে জে সরকারি হাসপাতালে ভর্তি না হলে জামিন পাবেন না কবি ভারভারা রাও। সরকারের এই সিদ্ধান্তেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অশীতিপর কবির স্ত্রী। মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন আদালতে।

সোমবার সুফল মিলল তারই। বিচারপতি এস এস শিন্ডে এবং মনীষ পাটিলের বেঞ্চ জানিয়ে দিল মুম্বাইয়ের নানাবতী হাসপাতালেই বর্তমানে থাকতে পারেন ভারভারা রাও। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ারও অনুমতি দেওয়া হল তাঁর পরিবারকে। তাঁর শারীরিক অবস্থা এবং মৌলিক অধিকারের কথা মাথায় রেখেই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানায় হাইকোর্ট বেঞ্চ।

প্রায় ২০০ জনের বেশি সাক্ষীকে জরুরি ভিত্তিতে তলব করেছে বোম্বাই আদালত। জমা নেওয়া হয়েছে একাধিক আবেদনপত্রও। পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে কবির স্নায়বিক পরিস্থিতির। রায়ের বিবেচনা করা হলেও তিন মাস পর্যন্ত তাঁর স্নায়বিক স্থিতি পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে সলিসিটর জেনারেলের সূত্রে। শেষ অবধি দ্রুত বিচার পদ্ধতির অবলম্বন করলেও তা যে যথেষ্ট দীর্ঘতর প্রক্রিয়া হতে চলেছে, তাতে সন্দেহ নেই কোনো…

Powered by Froala Editor