অবশেষে অপেক্ষার অবসান হল। ১০০ বছর ধরে অনুসন্ধানের পর সন্ধান পাওয়া গেল শ্যাকলটনের জাহাজের (Shackleton's Ship)। রহস্যে ঘেরা আন্টার্কটিকার সমুদ্রের সেই দুর্ঘটনা আজও মানুষকে অবাক করে। ১৯১৫ সালে ব্রিটিশ জাহাজি আর্নেস্ট শ্যাকলটনের ‘এনডিউরেন্স’ (Endurance Ship) জাহাজডুবির পর বারবার অনুসন্ধান চালিয়েও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাই এবারের অভিযান নিয়েও সন্দেহ ছিল। সেইসঙ্গে ছিল আশার আলোও। কারণ এত উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে আগে কোনোদিন অনুসন্ধান চালানো হয়নি। আর শেষ পর্যন্ত সাফল্যও মিলল। প্রায় ১ মাস অনুসন্ধানের পর ‘এনডিউরেন্স’-এর হদিশ পাওয়া গেল।
প্রথম পর্বের আন্টার্কটিকা অভিযানের নেতাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রিটিশ জাহাজি আর্নেস্ট শ্যাকলটন। ১৯১৫ সালে তিনি ঠিক করেন সমুদ্রপথে আন্টার্কটিকা অতিক্রম করবেন। শীতকালে সম্ভব নয়, তাই বেছে নিয়েছিলেন গ্রীষ্মকালকেই। কিন্তু দুর্ঘটনা তাতেও এড়ানো যায়নি। বরফের স্তূপে আটকে গেল জাহাজ। অভিযাত্রীরা অনেক চেষ্টা করেও তা বের করতে পারলেন না। শেষ পর্যন্ত সবাই ফিরে এলেও জাহাজটি তলিয়ে গিয়েছিল সমুদ্রগর্ভে।
এনডিউরেন্সের সন্ধানে মোট ১৩টি অভিযান হয়েছে। তার মধ্যে ৮টিই ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্বে। শেষতম অভিযানটি শুরু হয় গত মাসে। নেতৃত্বে ছিলেন তিন ভূতাত্ত্বিক ও গবেষক। লার্স বার্গম্যান, ডেভিড মার্ন্স এবং রবিন স্টুয়ার্ট। অবশ্য অভিযানের আগে তাঁরা জানিয়েছিলেন, এবারেও সাফল্যের ব্যাপারে তেমন আশাবাদী নন তাঁরা। শুধু এবারে সমুদ্রগর্ভে অনুসন্ধান চালানোর মতো ড্রোন ক্যামেরা ছিল, এটুকুই। আর সেই ড্রোন ক্যামেরার জোরেই মিলল সাফল্য। দুর্ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে সন্ধান পাওয়া গেল জাহাজটির।
গবেষকরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন জাহাজের বর্তমান অবস্থা দেখে। ১০০ বছর বরফের নিচে চাপা পড়ে থাকার পরেও তার কাঠের জাহাজের কোনো ক্ষতি হয়নি। ঠিক যেন সদ্য জলে ডুবে যাওয়া কোনো জাহাজের মতো দাঁড়িয়ে আছে এনডিউরেন্স। তার মধ্যে শামুক, ঝিনুকের মতো প্রাণী বাসা বেঁধেছে। কিন্তু তারাও কাঠের কোনো ক্ষতি করেনি। কীভাবে এমন ঘটনা সম্ভব হল, তাই নিয়েও উঠছে নানা প্রশ্ন। শুরু হয়েছে গবেষণাও। এই গবেষণার সূত্র ধরেই হয়তো আন্টার্কটিকার বাস্তুতন্ত্র সম্পর্কেও নতুন কোনো তথ্য উঠে আসবে। অন্তত তেমনটাই আশা করছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন
শতাব্দী পেরিয়ে আন্টার্কটিকায় ডুবে-যাওয়া জাহাজের খোঁজ
Powered by Froala Editor
আরও পড়ুন
২৪০০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ ঘিরে আন্ডারওয়াটার মিউজিয়াম, পৃথিবীর প্রথম