কালা-জাদুকর সন্দেহে জ্যান্ত পুড়িয়ে মারা হল ৮০ বছরের বৃদ্ধকে, ‘আধুনিক’ ভারতের ছবি

বিজ্ঞানের উন্নতি আমাদের সমাজের চেহারা বদলে দিচ্ছে ক্রমশই। কিন্তু মানসিকতা? আদৌ কি খুব একটা বদলাচ্ছে তা? আজও দেশের নানা প্রান্তে কুসংস্কারের কবলে প্রাণ হারাতে হয় বহু মানুষকে। ঠিক এমনই একটি ঘটনা ঘটল মেঘালয়ে। পশ্চিম গারো পাহাড়ের গায়ে একটি প্রত্যন্ত গ্রামে ৮০ বছরের একজন মানুষকে হত্যা করলেন তাঁর গ্রামের প্রতিবেশীরাই।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃত বৃদ্ধকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। গায়ে আগুন লাগানোর আগে হাত-পা এবং মুখ বেঁধে তাঁকে মারা হয়েছে বলেও সন্দেহ পুলিশের। কিন্তু অপরাধ কী সেই বৃদ্ধের? পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের সন্দেহ ছিল এই বৃদ্ধ গোপনে ডাকিনী-বিদ্যা অভ্যাস করে। শুধু তাই নয়, বৃদ্ধের এক আত্মীয়া কিছুদিন ধরেই অসুস্থ। আর সেই অসুস্থতার পিছনেও নাকি এই বৃদ্ধের কালাজাদুই দায়ী। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আজও এই অভিযোগেই প্রাণ হারাতে হয় মানুষকে।

পুলিশ অবশ্য ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলাও শুরু হয়েছে। মেঘালয় সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে সঠিক বিচার ব্যবস্থার মাধ্যমেই দোষীদের শাস্তি হবে। কিন্তু এই সমস্যা যতটা আইনি, তার থেকে অনেক বেশি সামাজিক। সমাজের অশিক্ষার অন্ধকারকে দূর করতে না পারলে কোনোদিনই মুক্তি মিলবে না। অবশ্য ক্রমশ অবস্থার বিপরীত চেহারাও চোখে পড়ছে। আশা করা যায় একদিন সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে সচেতন হবেন মানুষ।

Powered by Froala Editor

More From Author See More