শ্যুটিং বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন ২০ বছরের কিশোরী

আগামী বছর টোকিও-তে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক প্রতিযোগিতা। তার আগেই আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করল এলাভেনিল ভালারভিয়ান। ২০ বছর বয়সি এই মেয়ের জয়ে গর্বিত গোটা দেশ।

শ্যুটিং বিভাগে ভারতের ছেলে-মেয়েরা বরাবর কিছু-না-কিছু পদক এনে দিয়েছে আন্তর্জাতিক খেলাধুলোয়। মেয়েদের এয়ার রাইফেল শ্যুটিং-এ বাংলার মেহুলি ঘোষও কোয়ালিফাইং রাউন্ডে ভালোই ফলাফল করেছিলেন। কিন্তু ফাইনালের পর শেষ হাসি হাসল তামিলনাড়ুর এই বাচ্চা মেয়েটি। চিনে আয়োজিত এই প্রতিযোগিতায় সোনা জিতে অলিম্পিকে নতুন আশার আলো দেখাচ্ছে এই তরুণী। ফাইনালের পর মেহুলি শেষ করে ছয় নম্বরে।

এদিন মোট ২৫০.৮ স্কোর করে পোডিয়ামের সবচেয়ে উঁচু স্থানটি দখল করে এলাভেনিল। এর আগে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও রুপো জিতেছিল সে। অপূর্বী চান্ডেলা, অঞ্জুম মুদগিলের পাশাপাশি বিশ্বে শ্যুটিংয়ের নতুন তারকা এলাভেনিল। আগামী বছর এইরকম ফর্ম ধরে রাখলে এই বিভাগে অলিম্পিকে অন্তত একটি পদক আসবে বলে আশা করা যায়।