অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত, আবার বাইশ গজে দেখা যাবে যুবরাজকে?

সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বই হোক কিংবা কোহলির, মাঝের এক দশকেরও বেশি সময় ধরে ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন তিনি। যুবরাজ সিং। আর তাঁকে কেন্দ্র করেই যেন ভারতীয় ক্রিকেটে তৈরি হয়ে গেছে হাজার হাজার রূপকথা। প্রতিকূল অবস্থা থেকেই যেমন বহুবার ম্যাচের পরিস্থিতি তিনি ফিরিয়ে এনেছেন, নিজেও সেভাবেই আবার বাইশ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন যুবরাজ সিং।

কয়েক মাস আগেই ঘরোয়া টুর্নামেন্টে পাঞ্জাবের হয়ে খেলা-সহ পরামর্শদাতা হিসাবে যোগদান করার জন্য তাঁকে আহ্বান জানিয়েছিলেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনিত বালি। তারপরেই কার্যত মাঠে ফেরার কথা ভেবেছেন বলে জানান যুবরাজ সিং। সম্প্রতি অবসর থেকে পুনরায় মাঠে ফিরতে চেয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি চিঠিও লেখেন।

গত বছর জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছিলেন যুবরাজ। তার পরে অবশ্য ভারতের বাইরে কিছু টি-২০ টুর্নামেন্ট খেলেছেন তিনি। তা ছাড়া দর্শকদের সামনে আর ক্রিকেট পিচে দেখা যায়নি তাঁর বিধ্বংসী মনোভাব। বর্তমানে আসন্ন আইপিএলের জন্য শুভম গিল, অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিংয়ের মতো তরুণ খেলোয়াড়দের কোচিং করাচ্ছিলেন যুবরাজ। বিসিসিআইয়ের অনুমতি পেলে তিনি বিদেশে লিগ খেলতে যাবেন না বলে জানিয়েছেন। তবে অনুমোদন মিললেও শুধু টি-২০ ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

২০০৭-এর টি-২০ বিশ্বকাপ কিংবা ২০১১-এর বিশ্বকাপে যুবরাজ সিংয়ের অনবদ্য পারফর্মেন্স নজর কেড়েছিল দর্শকদের। ছিনিয়ে নিয়েছিল বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’-এর সম্মান। ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে শেষ কয়েক বছরে সেইভাবে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না যুবি। সেখান থেকেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁর মাঠে ফেরার খবরে আবার উচ্ছ্বসিত ভারতের ক্রিকেটপ্রেমীরা। তাঁর ইচ্ছেকে স্বাগত জানিয়েছেন গৌতম গম্ভীরও...

আরও পড়ুন
অবসর নিয়েছেন ধোনি, ক্ষোভে দর্শকাসন থেকে চির বিদায় পাকিস্তানের ‘বসির চাচা’র

Powered by Froala Editor