আগস্টে মোট ৯ দিন সম্পূর্ণ লকডাউন রাজ্যে, ঘোষণা নবান্নের

নবান্নের তরফে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত সপ্তাহে। সেইমতো আজ নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, চলতি সপ্তাহের বৃহস্পতি এবং শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। আগামী সপ্তাহে লকডাউনের দিন ধার্য হয়েছে বুধবার। পরবর্তী দিনটি ঘোষণা করা হবে আগামী সপ্তাহের সোমবার। এছাড়াও ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে, এবার থেকে শনি ও রবিবার যাবতীয় কাজকর্ম বন্ধ রাখতে হবে। বাকি দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দেওয়া যাবে গ্রাহক পরিষেবা।

উল্লেখ্য, করোনার জেরে রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে দিনকে দিন। ৬০০০০ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২১১২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪১১ জন। রাজ্যের সার্বিক পরিস্থিতি উদ্বেগে রেখেছে নবান্নকেও। ওয়াকিবহাল মহলের মতে, উদ্ভূত পরিস্থিতি কঠোর হাতে দমন করতেই নবান্নের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগস্টের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ গোটা রাজ্যে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন।

নবান্নের সিদ্ধান্তের জেরে রাজ্যের করোনা পরিস্থিতির সার্বিক ছবিটা কতটা বদলায়, এখন সেটাই দেখার। 

Powered by Froala Editor