দেশের অন্তত ১৮ কোটি মানুষের দেহেই রয়েছে করোনার অ্যান্টিবডি!

দেশে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ। আশঙ্কা দেখা দিচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই আক্রান্ত হতে পারেন ভারতের ৭০ লক্ষ মানুষ। এই অবস্থার মধ্যেই আশার আলো দেখাল দেশের এক বেসরকারি প্রতিষ্ঠান। তাঁদের সমীক্ষায় উঠে এল, ভারতের অন্তত ১৮ কোটি মানুষের দেহেই তৈরি হয়ে গেছে করোনাভাইরাসের অ্যান্টিবডি।

থাইরোকেয়ার বেসরকারি ল্যাবরেটরি সংস্থার প্রধান কর্মকর্তা আরোকিস্বামী ভেলুমানি সম্প্রতি জানান এই তথ্য। গত ২০ দিন ধরেই তাঁরা বিভিন্ন অঞ্চলের ৫৩ হাজার মানুষের থেকে সংগ্রহ করেছিলেন রক্তের নমুনা। তারপর পরীক্ষায় দেখা গেছে এর মধ্যে ১৫ শতাংশের নমুনাতেই রয়েছে অ্যান্টিবডির উপস্থিতি। যা বড়ো অঙ্কে সাড়া দেশের জনসংখ্যার সাপেক্ষে দেখতে গেলে প্রায় ১৮ কোটির মতো।

তিনি জানান, মোট নমুনার ৯০ শতাংশ মানুষই আক্রান্ত হননি। বাকি ১০ শতাংশ আক্রান্তদের মধ্যে ৯ শতাংশের মধ্যেই দেহের প্রতিরক্ষা শক্তি কার্যকরী হয়েছে। অর্থাৎ ভাইরাসে আক্রান্ত হয়েও কোনো উপসর্গের দেখা মেলেনি। সেরে উঠেছেন তাঁরা। বাকি ০.৯ শতাংশের দরকার হয়েছে চিকিৎসার। আর ০.১ শতাংশের ক্ষেত্রে চিকিৎসার পরেও সম্ভব হয়নি বাঁচানো।

ভেলুমানি জানাচ্ছেন, বড়ো সংখ্যক মানুষ ভাইরাসের সংস্পর্শে এসেছেন অজান্তেই। বিশেষ করে এমন ঘটনা হয়েছে খুব বেশি সংক্রমিত অঞ্চল যেমন থানের ভাওয়ান্ডি, দিল্লির আনন্দ বিহার, বেঙ্গালুরু দাশারাহল্লির মত জায়গায়। পরবর্তীকালে তাঁদের দেহে তৈরি হয়ে গেছে রোগের প্রতিরোধ শক্তি। যদিও এই প্রশ্ন থেকেই যায়,মাত্র ৫৩ হাজার নমুনার ভিত্তিতেই পুরো অবস্থার প্রতিফলন কতটা সম্ভব? সেই বিতর্ক মেনে নিয়েই তিনি জানাচ্ছেন, ১৮ কোটি না হলেও অনেক মানুষের মধ্যেই ঘটেছে এই ব্যাপারটা। অন্যদিক থেকে এই পরিসংখ্যান আরও একবার বুঝিয়ে দিল, অনেক আগে থেকেই ভারতে শুরু হয়ে গেছে করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ...

Powered by Froala Editor