করোনার জেরে চার বছর পিছোল যুব অলিম্পিক

করোনার জেরে থমকে গেছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে সমস্ত জায়গায়। বাদ যায়নি খেলার দুনিয়াও। করোনার জন্য আগেই স্থগিত হয়ে গিয়েছিল এই বছরের অলিম্পিকের আসর। এবার বন্ধ হয়ে গেল যুব অলিম্পিকও। তাও এক দুই বছর নয়, চার বছরের জন্য…

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মূল অলিম্পিক ২০২০ সালে টোকিও এবং যুব অলিম্পিক ২০২২ সালে সেনেগালে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী খেলোয়াড়রা প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছিলেন। হাজার হোক, বিশ্ব ক্রীড়া জগতের সবথেকে বড়ো মঞ্চ বলে কথা! কিন্তু করোনা অতিমারীর জন্য সেই সমস্ত কিছুর ওপর কোপ পড়ল। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই বছরের মূল টোকিও অলিম্পিক স্থগিত করা হবে। সম্প্রতি অলিম্পিক কমিটির আরও একটি সিদ্ধান্ত অনুযায়ী, সেনেগালের যুব অলিম্পিকও স্থগিত করা হবে। ২০২২ নয়, ২০২৬ সালে অনুষ্ঠিত হবে সেই যুব অলিম্পিক। সেনেগাল এবং অলিম্পিক কমিটির যৌথ সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

কিন্তু চার বছর পিছনো হল কেন? যেহেতু করোনার জন্য টোকিও অলিম্পিকও একবছর পিছিয়ে যাচ্ছে, তাই ২০২২-এ যুব অলিম্পিক করার ঝুঁকি কমিটি নিতে চাইছে না। এর ফলে আর্থিক দিক থেকেও অনেকটা সমস্যায় পড়তে পারে তারা। তাই ২০২৬ সালে এই আয়োজন করতে চলেছে তারা। এক্ষেত্রে দুটি ব্যাপার উল্লেখ্য। প্রথমত, এই প্রথম আফ্রিকার কোনো দেশে অলিম্পিকের আসর বসতে চলেছে। দ্বিতীয়ত, ২০২৬ সালে যুব অলিম্পিক পিছিয়ে যাওয়ায় মুশকিলে পড়ল ভারত। কারণ, পরবর্তী যুব অলিম্পিকের আয়োজক দেশের দৌড়ে অন্যতম দাবিদার দেশ ছিল তারা। ফলে গোটা প্রক্রিয়াটা সমস্যায় পড়ল। পরবর্তীতে এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় অলিম্পিক কমিটি, সেটাই দেখার।

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনা-আতঙ্কে পিছোল অলিম্পিক, বিশ্বযুদ্ধের পর এই প্রথম