বাতিল মোবাইল থেকে ধাতু নিষ্কাশন করে তৈরি হবে টোকিও ২০২০ অলিম্পিকের সমস্ত পদক

টোকিও ২০২০ অলিম্পিকের সমস্ত পদকই তৈরি হচ্ছে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক দ্রব্য থেকে ধাতু নিষ্কাশন করে। ২০২০ সালের অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক মিলিয়ে প্রায় ৫,০০০টি পদক তৈরি করতে হচ্ছে উদ্যোক্তাদের। সোনা, রুপো ও ব্রোঞ্জের এই পদকগুলি তৈরির জন্য একটি অভিনব পরিকল্পনা নিয়েছিলেন টোকিও অলিম্পিক গেমসের উদ্যোক্তারা। গোটা জাপান জুড়ে প্রচার চালানো হয়েছিল, পুরোনো মোবাইল, বাতিল ইলেকট্রনিক যন্ত্রপাতি দান করার জন্য। এর ফলে গত ২ বছর ধরে প্রায় ৮০,০০০ টন ওজনের মোবাইল এবং ছোটো ইলেকট্রনিক যন্ত্রপাতি সংগ্রহ করতে পেরেছেন উদ্যোক্তারা।

এই জমা পড়া বিপুল পরিমাণ মোবাইল এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে নিষ্কাশন করে মিলেছে ৭১ পাউন্ড সোনা, ৭,৭০০ পাউন্ড রুপো এবং ৪, ৮৫০ পাউন্ড ব্রোঞ্জ। এই পরিমাণ সোনা, রুপো এবং ব্রোঞ্জ দিয়েই ২০২০ টোকিও অলিম্পিকের সমস্ত পদক বানানো সম্ভব, বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

ধাতু নিষ্কাশনের এই অভিনব পন্থা সাড়া ফেলেছে গোটা বিশ্বেই।

Latest News See More