কলকাতার তৃতীয় কোভিড স্পেশাল হাসপাতাল হওয়ার পথে জোকা ইএসআই

১১ হাজার ছাড়িয়ে গেছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা চারশোর বেশি। ফলে চাপ বাড়ছে হাসপাতালগুলিতে। এই কঠিন চ্যালেঞ্জের মোবাকিলা করতেই কোভিড-১৯ এর চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজের পর বেছে নেওয়া হল জোকা ইএসআই হাসপাতালকে। 

সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব সম্পূর্ণ হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সেই মতোই জরুরি তৎপরতায় শুরু হয়েছে ব্যবস্থাগ্রহণের কাজ। তবে স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর, এই হাসপাতালে উপসর্গ দেখা দেওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা হবে। হবে নমুনা পরীক্ষাও। এই হাসপাতালে রয়েছে ৫০০টি শয্যা। ফলে কলকাতা, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও বাঙ্গুরের ওপরে চাপ কমবে অনেকটাই। চিকিৎসার জরুরি পরিষেবা পাবেন অনেক রোগীই।

তবে কলকাতা ও হাওড়ার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেশ কিছু জেলাই গ্রিন জোনের অন্তর্গত ছিল। সেখানেও সংক্রমণ ছড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার পর। উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা বাড়ায় ভিড় বাড়ছে শিলিগুড়িতে। সেখানে ২০টির মত শয্যা বাড়ানো হয়েছে সম্প্রতি। মালদা, বীরভূম, নদিয়ার অবস্থাও তাই। কাজেই সবমিলিয়ে গোটা রাজ্যে আরো ১০টি হাসপাতালকে নতুন করে কোভিড-স্পেশালে রূপদান করার পরিকল্পনা করছে সরকার। তবে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে সুস্থতার হার আক্রান্তের হারের থেকে সামান্য বেশি রাজ্যে।

Powered by Froala Editor

আরও পড়ুন
জায়গা নেই গোরস্থানে, পুরনো সমাধি খুঁড়েই শায়িত করা হচ্ছে করোনায় মৃতদের!

More From Author See More

Latest News See More