জল ছিল মঙ্গল গ্রহেও, নিশ্চয়তার কাছাকাছি নাসা

মানুষজনের অত্যাচারে পৃথিবী ক্রমশ নিজের ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে গত অক্টোবর থেকে ফের মঙ্গল গ্রহে প্রাণের খোঁজ শুরু করে মার্কিন সংস্থা নাসা। এবং তাদের কিছু আবিষ্কারে উৎসাহিত গোটা বিশ্বের সব বিজ্ঞানী।

লালগ্রহে এক মরুদ্যান অর্থাৎ ওয়েসিস-এর খোঁজ দিয়েছে নাসার কিউরিওসিটি। নাসার অনুমান, এখানে একটি জলাশয় ছিল আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে। ১৫০ কিলোমিটার চওড়া বৃহৎ বেসিন গেল ক্রেটারটিকেই জলাশয় বলে চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা।

সাধারণ ভাবেই উৎসাহিত বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য জলের গতিপথ, ও প্রকৃতির বদল নিয়ে গবেষণা করা। কিন্তু যতই অন্য গ্রহের জলাশয় পাওয়া যাক, নিজেদের পৃথিবীর জলাশয়গুলিকে না বাঁচালে, সব চেষ্টাই বৃথা।