ট্রেনের কামরায় মেদিনীপুরের পটচিত্র, শিল্পী বালির অনিন্দিতা

বিভিন্ন স্টেশনে অলংকরণ হিসেবে দেখতে পাওয়া গেলেও, লোকাল ট্রেনে উঠে কামরার গায়ে সচরাচর ছবি আঁকা দেখতে পাওয়া যায় না। এরই ব্যতিক্রম ঘটালেন অনিন্দিতা দেব। পূর্ব রেলের ট্রেনে পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র উঠে এল শিল্পী অনিন্দিতা দেবের তুলিতে।

ট্রেনের কামরায় এটাই তাঁর প্রথম কাজ নয়। এর আগে কাজ করেছিলেন নারকেলডাঙা কারশেডে। পেশায় ম্যুরাল শিল্পী অনিন্দিতার বাড়ি হাওড়ার বালিতে। ইংরেজি সাহিত্যে স্নাতক হওয়ার পর পড়েছেন ইন্টিরিয়র ডিজাইনিং নিয়ে। এরপর হাতে আসে ট্রেনের কামরায় ছবি আঁকার কাজ।

ইন্টারনেট থেকে নমুনা সংগ্রহ করে ছবি আঁকলেও, জানতেন না ছবির উৎস কী। ভেবেছিলেন এটা হয়তো কালীঘাটের পট। পরে জানলেন এই শিল্প মেদিনীপুরের পিংলার পট।

চিত্রের পাশে ছিল অনিন্দিতার ফোন নাম্বার। এই শিল্পকর্মে খুশি হয়ে অনেকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকেও পোস্ট করেছেন কেউ কেউ। যাত্রীরা খুশি হওয়ায় খুশি শিল্পীও।