নিজের লেজেই কামড় বসাচ্ছে সাপ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

পুরনো নোকিয়া মোবাইলের বিখ্যাত খেলায় এমনটা দেখা যায়। সাপটি ঘুরতে ঘুরতে ছোবল বসাচ্ছে নিজের লেজেই। তবে বাস্তব জীবনে এমন অভিজ্ঞতা সচরাচর দেখা যায় না। আর এই কারণেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে একটি ভিডিও। কারণ আপাত অস্বাভাবিক এই দৃশ্যটিই দেখা গিয়েছে সেখানে। খাবারের অভাবে শেষ পর্যন্ত নিজের লেজকেই খাদ্য ভেবে বসেছে একটি কিং স্নেক।

পেনসিলভানিয়ার জঙ্গলে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ফরগটেন ফ্রেন্ড সরীসৃপ অভয়ারণ্যের গবেষক জেসি রোথাকার। সেইসঙ্গে ভিডিওটিতে দেখা গিয়েছে, সাপটিকে বাঁচানোর জন্য এগিয়েও গিয়েছেন জেসি। কিং প্রজাতির সাপরা বিষধর নয়। তবে বিষধর সাপদের খেয়েই বেঁচে থাকে এই দানব সরীসৃপ। জেসি জানিয়েছেন, অনেক সময়েই দেখা যায় ভুল করে নিজের প্রজাতির উপরেই আক্রমণ করে বসে কিং স্নেক। কিন্তু নিজের ল্যাজেই কামড় বসানোর দৃশ্য সত্যিই বিরল। আশেপাশে খাবারের অভাবেই সাপটি এই রাস্তা বেছে নিয়েছে বলে মনে করছেন তিনি।


শেষ পর্যন্ত অবশ্য সাপটিকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে লেজের প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে সাপটি। এমনকি জেসি যখন তাকে বাধা দিতে এগিয়ে যায়, তখন উল্টে জেসিকেই আক্রমণ করতে যায়। ঠিক যেন তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে। এই ভিডিও দেখে অনেকে সরীসৃপের মনঃস্তত্ত্ব সম্পর্কে গবেষণার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন। হয়তো কোনো ধরণের মানসিক ভারসাম্যহীনতা থেকেই প্রায় নিশ্চিত আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সে। তবে স্থির কোনো সিদ্ধান্তে আসা এখনই সম্ভব নয়।

Powered by Froala Editor