ওড়িশার জঙ্গলে দু-মুখো সাপের সন্ধান, উদ্ধারের চেষ্টায় বনকর্মীরা

লম্বা এবং লিকলিকে প্রাণী সাপ, তাকে নিয়ে মানুষের আতঙ্কও যেমন তেমনই আছে আগ্রহ। অথচ এই রহস্যময় প্রাণীটির বিষয়ে কতটুকুই বা আমরা জানি? এমনকি বিজ্ঞানীরাও খুব সামান্য কিছু প্রজাতির সন্ধানই রাখেন। তবে ঘটনাচক্রে কিছু প্রজাতির আবিষ্কার ঘটে যায়। তেমনই এক আবিষ্কার ঘটল সম্প্রতি ওড়িশার কেওনঝড় জেলায়। এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ল এমন একটি সাপের ছবি যার দুটি মাথা। স্বাভাবিকভাবেই তার দুটি মাথায় দুটি করে চারটে চোখ এবং দুটি লকলকে জিভ।

সাধারণভাবে এক মাথার সাপের সঙ্গে আমরা পরিচিত। একাধিক মাথার সাপের কথা রূপকথায় বা পুরাণে শোনা যায়। কিন্তু বাস্তবেও এরকম সাপের অস্তিত্ব কোনো দুর্ঘটনা নয় বলে মনে করেন বিজ্ঞানীরা। এইধরনের সাপকে বিজ্ঞানের ভাষায় বাইসেফালিক সাপ বলা হয়। গতবছর ডিসেম্বরে পশ্চিমবঙ্গের বেলদা জঙ্গলে এমন একটি সাপের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে বন্য পরিবেশে এই প্রাণীটিকে বেশিদিন বাঁচিয়ে রাখা যায়নি। তবে কয়েক মাস যেতে না যেতেই ভারতের আরেকটি জঙ্গলে দুই মাথার সাপের সন্ধান পেলেন রাকেশ মোহালিক। এই বিরল নিকষ সাপটির দৈর্ঘ্য মাত্র ১৪ সেন্টিমিটার। একটি গাছের পাতার উপর বসে থাকতে দেখা গিয়েছে তাকে।

এখনও অবধি বন দফতরের কর্মীরা এই সাপটির সন্ধান পাননি। তবে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই বিরল প্রাণীটির সন্ধান পাওয়া গেলে জীববিদ্যার জগতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই যে জানা যাবে, সেকথা বলাই বাহুল্য।