নিজেদের তৈরি ক্যারাভ্যানেই ভারতভ্রমণ উত্তরাখণ্ডের দম্পতির

রান্নাঘর, টয়লেট, এমনকি বিলাসবহুল শোবার বিছানা, রেফ্রিজারেটর— দৈনন্দিন জীবনের জন্য যা যা প্রয়োজন হয় একজন মানুষের, তার সবকিছুই মজুত করা হয়েছে গাড়ির মধ্যে। রয়েছে টেলিভিশন, জলের ট্যাঙ্ক, বিদ্যুতের ব্যবস্থাও। এ যেন এক সব-পাই-এর জগৎ। সিনেমা কিংবা টিভি-সিরিজের দৌলতে আমরা সকলেই অল্পবিস্তর পরিচিত এই বিশেষ গাড়ির সঙ্গে। ক্যারাভান (Caravan)। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে বহুল-প্রচলিত হলেও ভারতের বাজারে এখনও দুর্লভ এই গাড়ি। তাতে কী? ভারতভ্রমণ করতে এবার নিজেরাই এই ক্যারাভ্যান বানিয়ে ফেললেন উত্তরাখণ্ডের দম্পতি দীপক (Deepak Pandey) এবং রুচি পাণ্ডে (Ruchi Pandey)।

দেহরাদুনের কলেজে পড়াকালীনই আলাপ দীপক ও রুচির। সেখান থেকেই সম্পর্ক এবং বিয়ে। কলেজে পড়াকালীন সময় থেকেই বাইকে চেপে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে ঘুরে বেড়াতেন দীপক ও রুচি। বিবাহের পর বাইকের বদলে টাটা ইন্ডিকা হয়ে ওঠে তাদের বাহন। কিন্তু ক্রমশ আয়তন বেড়েছে পরিবারের। এখন দুই সন্তান তাদের। সঙ্গে রয়েছে তিনটি পোষ্য সারমেয়ও। ফলে, প্রয়োজন হয়ে পড়েছিল বড়ো গাড়ির। 

সেই বিকল্প খুঁজতে গিয়েই ক্যারাভ্যান কেনার পরিকল্পনা করেন দীপক। তবে ভারতের বাজারে একাধিক রিটেল শপে ঘুরেও, ক্যারাভান পাননি তিনি। শেষে ঠিক করেন নিজেই তৈরি করবেন ক্যারাভান। ২০২০ সালের প্রথম দিক সেটা। ভারতুজুড়ে ঘোষিত হয়েছে লকডাউন। বাড়িতে বসে সে-সময় তিনি ইউটিউবে প্রশিক্ষণ নিয়েছিলেন কীভাবে সাধারণ কোনো গাড়িকে বদলে ফেলা যায় ক্যারাভ্যানে। তবে সমস্যা দেখা দেয় অন্যত্র। সাধারণত এত বড়ো আয়তনের গাড়ি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার অনুমতি দেয় না ভারতের প্রশাসন। ফলে একাধিক আরটিও অফিসে ঘুরতে হয়েছে তাঁকে। উত্তরাখণ্ড থেকে অনুমতি না পাওয়ায় ছুটতে হয়েছিল আহমেদাবাদে। হ্যাঁ, শেষ পর্যন্ত লিখিত বিবৃতি জমা দেওয়ার পর, ছাড়পত্র পান পাণ্ডে-দম্পতি।

২০২১ সালের শুরুতেই একটি ফোর্স ট্রাভেলার গাড়ি কিনেছিলেন দীপক ও রুচি। তারপর সেই গাড়িকেই তাঁরা বদলে ফেলেন আস্ত ক্যারাভ্যানে। রান্নাঘর, বিছানা, টিভি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, টয়লেট এমনকি ১৫০ লিটার জলের ট্যাঙ্কও রয়েছে তাদের তৈরি এই ক্যারাভ্যানে। রয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী সোলার প্যানেলও। তবে এই গাড়ি তৈরিতে খরচ পড়েছে অনেকটাই। ভারতের বাজারে প্রয়োজনীয় যন্ত্র-সামগ্রী না পাওয়া যাওয়ায়, সেগুলি আমদানি করতে হয়েছে আমেরিকা থেকে। সব মিলিয়ে একটি গাড়ি তৈরি করতেই প্রায় ৩০ লক্ষ টাকা খসেছে তাঁদের। 

অবশ্য তাতে খুব একটা চিন্তিত নন তাঁরা। বেড়াতে গিয়ে হোটেল খরচ বাবদ যে টাকা খরচ হয়, সেটা এখন পুরোপুরি বন্ধ। পাশাপাশি নিজেদের তৈরি ক্যারাভ্যানে ভারতভ্রমণের স্বাদও ভিন্নরকম। ইতিমধ্যেই লাদাখ, রাজস্থান, উত্তরাখণ্ড ও গুজরাট নিজেদের ক্যারাভ্যানে ঘুরে ফেলেছেন দীপক-রুচি ও তাঁদের দুই সন্তান। লক্ষ্য, আগামী ১০ বছরের মধ্যে এভাবেই গোটা ভারত ঘুরে দেখবেন তাঁরা…

Powered by Froala Editor