ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে পুলিশ, উত্তরপ্রদেশে যোগীর ‘স্বপ্ন’পূরণ

এবার ওয়ারেন্ট ছাড়াও গ্রেপ্তার এবং তল্লাশি করতে পারবে পুলিশ। এমনই নয়া পুলিশি আইন শুরু করল উত্তরপ্রদেশ সরকার। এই নয়া উদ্দেশ্যে উত্তরপ্রদেশে গঠিত হচ্ছে বিশেষ বাহিনী ‘স্পেশাল সিকিওরিটি ফোর্স’। উত্তরপ্রদেশের চলতি অধিবেশনেই পাশ হয় এই আইন। 

রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অবনিশ অবস্তি রবিবার রাতেই ট্যুইটে জানান এই সিদ্ধান্তের ব্যাপারে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াও পুলিশি তল্লাশি এবং গ্রেপ্তারি অধিকার প্রদানের জন্য বেশ কিছু বদলও করা হচ্ছে রাজ্যের পুলিশি ব্যবস্থা এবং আইনে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তরপ্রদেশে। আগামী তিনদিনের মধ্যে এই বিশেষ বাহিনীর রূপরেখা গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে।

সব মিলিয়ে আট ব্যাটেলিয়ন স্পেশাল ফোর্স তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। যার মোট সদস্য সংখ্যা দশ হাজার। আগামী তিনমাসের মধ্যেই আত্মপ্রকাশ করবে এই স্পেশাল ফোর্স। পুরো প্রকল্পটির জন্য রাজ্যের খরচ হবে ১৭৪৭ কোটি টাকা। এই প্রকল্প এবং আইনি পরিকাঠামো যে যোগী আদিত্যনাথের বহুদিনের স্বপ্ন, তাও জানিয়েছেন মুখ্য সচিব।

গত ডিসেম্বরে এলাহাবাদ আদালত চত্বরেই একটি হামলা হয়েছিল প্রধান বিচারপতির ওপর। তিন হামলাকারীর আক্রমণে এক আসামী-সহ দুই পুলিশকর্মী এবং একজন আদালত কর্মচারীর মৃত্যু হয়। তারপরই কার্যত এলাহাবাদ হাইকোর্ট রাজ্যের আদালতগুলির নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন করতে বলেছিল রাজ্যকে। তা থেকেই কি তৎপর হয়ে উঠল যোগী সরকার?

আরও পড়ুন
মনিবের নির্যাতনে মৃতপ্রায় হাতি, অমানবিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ

এই নতুন সিদ্ধান্ত প্রণয়নে সিআইএসএফ অ্যাক্ট ১৯৬৮-কেই অনুসরণ করছে বলে জানিয়েছে যোগী প্রশাসন। যদিও এই আইনে বলা হয় যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে কিছু বাধা দেয়, কাউকে আহত করে বা করার চেষ্টা করে এবং কোনো পুলিশ কর্মীর ওপর শক্তিপ্রয়োগ করে তবে তাঁকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে পুলিশ। তবে এই আইনে কোথাও উল্লেখ নেই সন্দেহভাজন যে কারোর গ্রেপ্তারের বিষয়ে।

রাজ্যের এই সিদ্ধান্ত ঘিরেই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে রয়েছে একাধিক ফেক-এনকাউন্টার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। সেই ঘটনাই কি আরও বেড়ে যাবে এই খোলামেলা স্বাধীনতায়? পাশাপাশি এই পুলিশি রাজ কায়েম হওয়ায় বিঘ্নিত হবে মানুষের নাগরিক অধিকারও, উঠছে সেই আশঙ্কাও। 

আরও পড়ুন
৫০ লক্ষ বছর পুরনো হাতির জীবাশ্ম উদ্ধার উত্তরপ্রদেশে, পৃথিবীর প্রাচীনতম

Powered by Froala Editor