প্রথম ৩০০-য় নেই ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠান!

সম্প্রতি, একটি তালিকা দেখে নড়েচড়ে বসেছে ভারতের শিক্ষামহল। টাইমস ওয়র্ল্ডস বেস্ট হাইয়ার এডুকেশনাল ইনস্টিটিউট লিস্টে, প্রথম সারা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলির ৩০০টির মধ্যে নাম নেই কোনো ভারতীয় প্রতিষ্ঠানের! গত বছর একমাত্র বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স জায়গা করে নিয়েছিল প্রথম ৩০০-য়। এ-বছর নেমেছে তার র‍্যাঙ্কও। কম আউটপুট, গবেষণার পরিকাঠামো, শিক্ষকের মান, সব মিলিয়ে ভারতের শিক্ষাব্যবস্থার হাল আজ সঙ্গীন।

সমীক্ষাটির এডিটর এলি বোথওয়েলের মতে, তরুণদের দ্রুত বেড়ে যাওয়া জনসংখ্যা এবং অর্থনীতি এর জন্য দায়ী। তিনি এও বলেন, শিক্ষাক্ষেত্রে ভারতের উন্নতির সম্ভাবনা রয়েছে যথেষ্ট। কিন্তু সরকার দ্রুত পদক্ষেপ না নিলে, আরও খারাপ হতে পারে অবস্থা। ‘আইনস্টাইনের মাধ্যাকর্ষণ আবিষ্কারের’ এই যুগে, আরও সচেতন হওয়া দরকার প্রত্যেকের।